Dhaka ১১:১০ অপরাহ্ন, সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামে ৯ তলা ভবন থেকে পড়ে তিন নির্মাণ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রাম নগরের কোতোয়ালী এলাকায় নয় তলা ভবন থেকে পড়ে ৩ জন শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) দুপুর সাড়ে বারোটার দিকে কোতোয়ালী থানাধীন রঙ্গম কনভেনশন হলের নয়তলা ভবনে এ দুর্ঘটনাটি ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল করিম।

নিহতরা হলেন- নোয়াখালী জেলার চরজব্বর চরকালাক এলাকার ফিরোজ গোয়ালের ছেলে মো হাসান, নোয়াখালী জেলার চরজব্বর চর নাঙ্গলিয়া এলাকার সেলিমের ছেলে ফখরুল ইসলাম এবং একই এলাকার আবুল কালামের ছেলে মো. রাশেদ। তারা ওই ভবনের কাজ করছিলেন বলে জানা যায়।

অন্যদিকে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠে মেডিকেল প্রাঙ্গণ। এসময় স্বজনরা ভবনের মালিক ও কন্ট্রাক্টরের বিরুদ্ধে অভিযোগ করেন।

তাদের দাবি সেখানে কোনো নিরাপত্তা ছিল না। তাদের বলার পরও তারা ব্যবস্থা নেয়নি। নিহত হাসানের বোন আকলিমা বেগম বলেন, আমার ভাই ওদের এখানে কয়েক মাস ধরে কাজ করছে। তাদের কাজ করার মাচা নড়বড়ে ছিল। সেটা তাদের জানালেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। তিনি বলেন, তাদের কয়েক দিনের বেতন বাকি ছিল।

তারা টাকা চাইলে তাদের আশ্বাস দেওয়া হয়, কাজ না করলে টাকা দিবে না বলে জানায়। নিরুপায় হয়ে তারা কাজে যায় এবং দুর্ঘটনা ঘটে। আমার ভাই হত্যার বিচার চাই। তারা নিরাপত্তা ঠিকমতো রাখলে এমনটি ঘটতো না। ফখরুলের প্রতিবেশি এনায়েত বলেন, তিনজন মানুষ মারা গেল অথচ কর্তৃপক্ষ কোনো খবরও রাখেনি। এমনকি আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু তারা কোনো সাড়া দেয়নি। অভিযোগ করে নিহত রাশেদের মামা রোকন উদ্দিন বলেন, আমরা খবর পেয়েছি বারোটার দিকে। খবর পেয়ে মেডিকেল চলে আসলাম। রাত হয়ে গেল এ পর্যন্ত ভবনের মালিক পক্ষ, ডেভেলপার বা কেউ খবর নেয়নি।

নিহতদের পরিবার জানায়, যারা মারা গেছে সবাই গরীব পরিবারের। পেটের দায়ে কাজ করতে এসেছে। গরীব মানুষের জীবনের কোনো দাম নাই আসলে। মরলে কেউ খোঁজও নেয় না। নিহত তিনজনের মরদেহ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল মর্গে রয়েছে বলে জানা গেছে।

এলাকাবাসী জানায়, সকাল থেকে নির্মাণ শ্রমিকরা ওই ভবনে কাজ করছিলেন। অসাবধানবশত তিনজন পা পিছলে পড়ে যান। আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলেম আশেক বলেন, গুরুতর আহত অবস্থায় তিনজনকে মেডিকেলে আনা হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল করিম বলেন, তিনজনের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

খালেদ / পোস্টকার্ড ;

আপনার সামাজিক প্ল্যাটফর্ম এই পোস্ট শেয়ার করুন
লেখক তথ্য সম্পর্কে

মোটরসাইকেলের ধাক্কায় সীতাকুণ্ডে মারা গেলেন শিক্ষক

চট্টগ্রামে ৯ তলা ভবন থেকে পড়ে তিন নির্মাণ শ্রমিকের মৃত্যু

আপডেটের সময় : ০২:২৩:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

চট্টগ্রাম নগরের কোতোয়ালী এলাকায় নয় তলা ভবন থেকে পড়ে ৩ জন শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) দুপুর সাড়ে বারোটার দিকে কোতোয়ালী থানাধীন রঙ্গম কনভেনশন হলের নয়তলা ভবনে এ দুর্ঘটনাটি ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল করিম।

নিহতরা হলেন- নোয়াখালী জেলার চরজব্বর চরকালাক এলাকার ফিরোজ গোয়ালের ছেলে মো হাসান, নোয়াখালী জেলার চরজব্বর চর নাঙ্গলিয়া এলাকার সেলিমের ছেলে ফখরুল ইসলাম এবং একই এলাকার আবুল কালামের ছেলে মো. রাশেদ। তারা ওই ভবনের কাজ করছিলেন বলে জানা যায়।

অন্যদিকে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠে মেডিকেল প্রাঙ্গণ। এসময় স্বজনরা ভবনের মালিক ও কন্ট্রাক্টরের বিরুদ্ধে অভিযোগ করেন।

তাদের দাবি সেখানে কোনো নিরাপত্তা ছিল না। তাদের বলার পরও তারা ব্যবস্থা নেয়নি। নিহত হাসানের বোন আকলিমা বেগম বলেন, আমার ভাই ওদের এখানে কয়েক মাস ধরে কাজ করছে। তাদের কাজ করার মাচা নড়বড়ে ছিল। সেটা তাদের জানালেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। তিনি বলেন, তাদের কয়েক দিনের বেতন বাকি ছিল।

তারা টাকা চাইলে তাদের আশ্বাস দেওয়া হয়, কাজ না করলে টাকা দিবে না বলে জানায়। নিরুপায় হয়ে তারা কাজে যায় এবং দুর্ঘটনা ঘটে। আমার ভাই হত্যার বিচার চাই। তারা নিরাপত্তা ঠিকমতো রাখলে এমনটি ঘটতো না। ফখরুলের প্রতিবেশি এনায়েত বলেন, তিনজন মানুষ মারা গেল অথচ কর্তৃপক্ষ কোনো খবরও রাখেনি। এমনকি আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু তারা কোনো সাড়া দেয়নি। অভিযোগ করে নিহত রাশেদের মামা রোকন উদ্দিন বলেন, আমরা খবর পেয়েছি বারোটার দিকে। খবর পেয়ে মেডিকেল চলে আসলাম। রাত হয়ে গেল এ পর্যন্ত ভবনের মালিক পক্ষ, ডেভেলপার বা কেউ খবর নেয়নি।

নিহতদের পরিবার জানায়, যারা মারা গেছে সবাই গরীব পরিবারের। পেটের দায়ে কাজ করতে এসেছে। গরীব মানুষের জীবনের কোনো দাম নাই আসলে। মরলে কেউ খোঁজও নেয় না। নিহত তিনজনের মরদেহ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল মর্গে রয়েছে বলে জানা গেছে।

এলাকাবাসী জানায়, সকাল থেকে নির্মাণ শ্রমিকরা ওই ভবনে কাজ করছিলেন। অসাবধানবশত তিনজন পা পিছলে পড়ে যান। আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলেম আশেক বলেন, গুরুতর আহত অবস্থায় তিনজনকে মেডিকেলে আনা হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল করিম বলেন, তিনজনের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

খালেদ / পোস্টকার্ড ;

আপনার সামাজিক প্ল্যাটফর্ম এই পোস্ট শেয়ার করুন