গাজীপুরে মসজিদের ইমাম ও ইসলামী ছাত্রসেনা নেতা মুহাম্মদ রইস উদ্দিন হত্যার ঘটনায় অভিযুক্তদের বিচারের দাবিতে আয়োজিত শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি থেকে গ্রেপ্তার হওয়া বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার ২১ নেতাকর্মী কারামুক্ত হয়েছেন। ১৯ দিন কারাবাসের পর গতকাল (শনিবার) আদালত তাদের জামিন মঞ্জুর করেছেন।
আজ রবিবার বিকেলে কারা ফটকে তাঁদের বরণ করে নেয় দলীয় নেতাকর্মীরা। পরে দলীয় কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দেওয়া হয়।
গত ৫ মে ঢাকা নগর ছাত্রসেনার সাবেক সভাপতি শহীদ ইমাম মাওলানা রইস উদ্দিন হত্যার বিচারের দাবিতে সারাদেশে অবরোধ কর্মসূচি পালন করে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা। কর্মসূচিতে অংশ নেওয়া কর্মীদের ওপর পুলিশের হামলায় আহত হন শতাধিক নেতা-কর্মী। ওইদিনই ২৭ জনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন মামলা দায়ের করা হয়। পরে আদালত ২১ জনের জামিন মঞ্জুর করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান মাওলানা এম এ মতিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আবুল আসাদ জুবাইর রেজভি, মাওলানা আব্দুল আজিজ রেজভি, বাংলাদেশ লইয়ার্স ফ্রন্টের আহ্বায়ক অ্যাডভোকেট আবু নাসের তালুকদার ও সদস্য সচিব অ্যাডভোকেট ফরিদুল ইসলাম।
বক্তব্য রাখেন এম. সোলাইমান ফরিদ, সৈয়দ মুহাম্মদ আবু আজম, মুহাম্মদ নুরুল্লাহ রায়হান খান, এম. মহিউল আলম চৌধুরী, মুহাম্মদ এনাম রেজা, মাওলানা সোহাইল আনছারি, আলমগীর বঈদি, আজাদ হোসাইনসহ কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ।
আরও বক্তব্য রাখেন কারামুক্ত মাওলানা আব্দুল হামিদ রেজভি, মাওলানা আব্দুল্লাহ আল ফয়সাল কাদেরি, মাওলানা এনাম, বুরহান, রাকিব, মোস্তফা হোসেন শোয়াইব, জাহেদ, খালিদ, আবু সুফিয়ান মোয়াজ্জেম, মঈনুদ্দিন, আবু বকর, ইয়ামলিহা, জসিম উদ্দিন, জিয়াউদ্দিন, আতিক জাওয়াদ ও এমরান উদ্দিন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রসেনার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শাহেদুল আলম, অর্থ সম্পাদক সৈয়দ তারেক, দাওয়াহ সম্পাদক ওসমান, ছাত্রনেতা মুশাররফ, সাজিদ, শফিউল করিম, শহীদ রেজা, আবরার, ওবাইদুল্লাহ, মফিজুর আলম প্রমুখ।
খালেদ / পোস্টকার্ড ;