করোনায় আক্রান্ত চট্টগ্রামে প্রথম সাংবাদিক সাইফুল ইসলাম শিল্পী

করোনায় আক্রান্ত চট্টগ্রামে প্রথম সাংবাদিক সাইফুল ইসলাম শিল্পী

নিজস্ব প্রতিবেদক ।।

প্রতিদিন যে সাংবাদিকদের কাছ থেকে আমরা করোনার খবর পাই, তাদের একজন করোনায় আক্রান্ত হলেন। ইউএনবি প্রতিনিধি ও অনলাইন পোর্টাল পাঠক ডট নিউজের সম্পাদক সাইফুল ইসলাম শিল্পী। প্রথম করোনায় আক্রান্ত চট্টগ্রামের সাংবাদিক।

তিনি নিজে এই তথ্য নিশ্চিত করেছেন।

সাইফুল ইসলাম শিল্পী জানান, শারীরিকভাবে তিনি সুস্থ আছেন। তার জ্বর ছিল বলে গত ১০ মে তিনি বিআইটিআইডিতে তার নমুনা পরীক্ষার জন্য দিয়েছিলেন। বেশ কয়েকবার যোগাযোগ করে বিশেষ অনুরোধে তার নমুনা দুই দিনের মাথায় পরীক্ষা করা হয়। মঙ্গলবার যে রিপোর্ট দেওয়া হচ্ছে সেগুলো ৭ মে তারিখে দেওয়ার নমুনার।

তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন -

করোনার সাথে যুদ্ধ নয়, করোনাকে তাড়িয়ে ফিরব ইনশআল্লাহ!

আমি সুস্থ আছি, আমি ভালো আছি। আমার সকল বন্ধু-বান্ধব, সহকার্মী সাংবাদিক, আত্মীয় স্বজন সবাইকে বলছি. কেউ আমাকে নিয়ে টেনশন করবেন না। আমার জন্য শুধু দোয়া করোন।

আমি আজ আমার পরিবার সন্তানদের ছেড়ে আইসোলেশনে চলে যাচ্ছি।

যেতাম না। হয়তো বাসায় কোয়ারেন্টাইনে থাকতে পারতাম।

কিন্তু পরিবারের সদস্যদের কথা চিন্তা করে আমি নিজ থেকে বাসা ছেড়ে হাসপাতালে যাচ্ছি। যাতে আমার সন্তানরা সংক্রমক হতে না পারে(জানিনা ইতোমধ্যে হয়ে পড়েছে কিনা)। তারপরও পুলিশ ও সিভিল সার্জনের পক্ষ থেকে আশ্বাস দিয়েছেন উনারা আমার পরিবারে সদস্যদের নমুনা টেস্টের ব্যবস্থা নেবেন।

আমি আবার সম্পূর্ণ সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে আসবো ইনশআল্লাহ।

আবারও আগের মত বন্ধুদের সাথে আড্ডা হবে, গল্প হবে, ধোঁয়া উঠা গরম চা-য়ের চুমুকের ফাঁকে ফাঁকে।

সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন, সামাজিক দুরত্ব মেনে চলুন, স্বাস্থ্যবিধি ফলো করোন।