গাঢ় লালচে-বাদামি রঙের ছোট্ট কাঠবিড়ালি, ছুটে বেড়ায় এক গাছ থেকে আরেক গাছে, এক ডাল থেকে আরেক ডালে। কখনো নেমে আসে মাটিতে। ঘাড় থেকে পিঠ হয়ে লেজের গোড়া পর্যন্ত মোট পাঁচটি সাদা দাগ এই পাঁচডোরা কাঠবিড়ালির সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। বুক-পেট সাদাটে, ছোট ত্রিকোণাকৃতি কান, মাথা ও পায়ের রং হালকা বাদামি। মাটিতে ও গাছে চলতে পারে সমানতালে, লুকিয়ে পড়তে পারদর্শী। চঞ্চল এই খুদে খাবারের খোঁজে ছুটে চলে এক স্থান থেকে অন্য স্থানে। বগুড়ার সরকারি আজিজুল হক কলেজে কয়েকটি ডোরা কাঠবিড়ালির অবাধ বিচরণ নিয়ে এই ছবির গল্প।
সংবাদ শিরোনাম :