চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের অবস্থিত বারআউলিয়া আইডিয়াল কিন্ডারগার্টেন এর বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ,পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ডিসেম্বর) সকাল ১০টার সময় মাস্টার আলী আকবর আজাদ এর সঞ্চালনায় বারআউলিয়া আইডিয়াল কিন্ডারগার্টেন এর প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোঃ আলমগীর হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,সীতাকুণ্ড উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমুন নাহার নেলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সভাপতি মো. জাহাঙ্গীর আলম বিএসসি,হলি কেয়ার ইন্টারন্যাশনাল এর পরিচালক মো.ওসমান গণি,সাংবাদিক কামরুল ইসলাম দুলু, মামুন চৌধুরী,অভিভাবক,ছাত্র- ছাত্রী সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
উক্ত অনুষ্ঠানে বারআউলিয়া আইডিয়াল কিন্ডারগার্টেন এর প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোঃ আলমগীর হোসেন বলেন,শিক্ষাই জাতির মেরুদণ্ড, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অবশ্যই শিক্ষার বিকল্প নেই।একজন শিক্ষার্থী ভালো হওয়ার পিছনে অবশ্যই প্রয়োজনীয় ভূমিকা পালন করতে হবে একজন অভিভাবককে। সুশিক্ষার মাধ্যমেই আপনার সন্তান সাফল্যের চূড়ায় পৌছাতে পারবে বলে অভিমত ব্যক্ত করেন।
খালেদ / পোস্টকার্ড ;