সীতাকুণ্ডে আকাশমনি কাঠ জব বিভাগের অভিযানে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরায় প্রায় এক লাখ টাকার আকাশমনি কাঠ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে কুমিরা রেঞ্জ কর্মকর্তা মো. মঞ্জুরুল আলম চৌধুরীর নেতৃত্বে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কে ওয়াই স্টিল কারখানার সামনে অভিযান চালানো হয়। এসময় পাচারকারীরা পালিয়ে গেলে সেখান থেকে ৯৫ পিস কাঠ জব্দ করা হয়।
রেঞ্জ কর্মকর্তা জানান, উদ্ধারকৃত কাঠের আনুমানিক বাজারমূল্য এক লাখ টাকা। দীর্ঘদিন ধরে অবৈধভাবে গাছ কেটে পরিবেশ ধ্বংসের চেষ্টা চালানো হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই সময় স্থানীয়রা বন বিভাগের এ সফল অভিযানের প্রশংসা জানিয়ে দ্রুত কাঠ পাচার চক্রকে আইনের আওতায় আনার আহবান জানান।
খালেদ / পোস্টকার্ড ;