চট্টগ্রাম জেলার অন্যতম আকর্ষণীয় পর্যটনকেন্দ্র ডিসি পার্কে উদ্বোধন করা হলো জিপ লাইন ও ক্লাইম্বিং ওয়াল। ২৩ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম এর আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন।
এই সময় জেলা প্রশাসক বলেন, নির্মল বাতাস ও সাগরবেষ্টিত প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ডিসি পার্ক এখন হয়ে উঠছে বিনোদন ও অ্যাডভেঞ্চারের অনন্য কেন্দ্র। চট্টগ্রাম জেলার নাগরিক ও পর্যটকদের জন্য আধুনিক বিনোদনকেন্দ্র হিসেবে ডিসি পার্ককে সাজানো হচ্ছে। এই পার্কে প্রতিনিয়ত নতুন নতুন আকর্ষণ যোগ করা হচ্ছে, যাতে দর্শনার্থীরা নিরাপদ পরিবেশে প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারেন। এর ধারাবাহিকতায় আজ উদ্বোধন করা হলো দীর্ঘ জিপ লাইন ও ক্লাইম্বিং ওয়াল। নির্দিষ্ট বয়সের দর্শনার্থীরা জিপ লাইন ও ক্লাইম্বিং ওয়ালে অংশ নেওয়ার সুযোগ পাবেন।”
উদ্বোধন শেষে জেলা প্রশাসক পার্কের অন্যান্য কার্যক্রম ঘুরে দেখেন এবং উন্নয়ন ও ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন। এ সময় তাঁর সঙ্গে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, উপজেলা নির্বাহী অফিসার, সীতাকুণ্ড এবং সহকারী কমিশনার (ভূমি), সীতাকুণ্ড উপস্থিত ছিলেন।
খালেদ / পোস্টকার্ড ;