Dhaka ০২:২৭ অপরাহ্ন, সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

নিখোঁজের একমাস পর সীতাকুণ্ডে সিএনজি চালকের কঙ্কাল উদ্ধার

সাহাব উদ্দিন

নিখোঁজের এক মাস পর চট্টগ্রামের সীতাকুণ্ডে সাহাব উদ্দিন (৫৫) নামের এক সিএনজি অটোরিকশা চালকের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। রবিবার ( ৭ সেপ্টম্বর ) বিকেলে উপজেলার বাঁশবাড়িয়া এলাকার পাহাড় থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।

নিহত সাহাব উদ্দিন উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের হরিধনপাড়া গ্রামের আবুল বশরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬ জুলাই ভোর ৫টার দিকে সাহাব উদ্দিন বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। এরপর তার স্বজনরা সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার হদিস পাননি। এ ঘটনায় তার স্ত্রী রোকসানা বেগম ২ আগস্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

রবিবার দুপুরে বাঁশবাড়িয়ার মগপুকুর পাহাড়ে একটি জায়গা পরিমাপ করতে গেলে স্থানীয়রা একটি কঙ্কাল দেখতে পান। তার পরনের পোশাক দেখে তাকে সনাক্ত করে তিনি সাহাব উদ্দিন। কংঙ্কালের পাশে একটি বিষের বোতল পাওয়া যায়। ধারণা করা হচ্ছে নিখোঁজের দিনই তিনি বিষ পান করে আত্নহত্যা করেন। নিখোঁজের ১ মাস ১০ দিন পর তার কংঙ্কাল পাওয়া যায়।

সীতাকুণ্ড মডেল থানার এসআই মো. বিল্লাল হোসেন বলেন, পাহাড়ের ভিতর এক ব্যক্তির কংঙ্কাল পাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধ এক ব্যক্তির কংঙ্কাল উদ্ধার করি। কামাল নামে এক ব্যক্তি কংঙ্কালটি তার ভাইয়ের বলে শনাক্ত করেন। কংঙ্কালটি উদ্ধারের পর চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

খালেদ / পোস্টকার্ড ;

আপনার সামাজিক প্ল্যাটফর্ম এই পোস্ট শেয়ার করুন
লেখক তথ্য সম্পর্কে

সীতাকুণ্ডে আকাশমনি কাঠ জব্দ

নিখোঁজের একমাস পর সীতাকুণ্ডে সিএনজি চালকের কঙ্কাল উদ্ধার

আপডেটের সময় : ০৩:৪৩:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫

নিখোঁজের এক মাস পর চট্টগ্রামের সীতাকুণ্ডে সাহাব উদ্দিন (৫৫) নামের এক সিএনজি অটোরিকশা চালকের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। রবিবার ( ৭ সেপ্টম্বর ) বিকেলে উপজেলার বাঁশবাড়িয়া এলাকার পাহাড় থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।

নিহত সাহাব উদ্দিন উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের হরিধনপাড়া গ্রামের আবুল বশরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬ জুলাই ভোর ৫টার দিকে সাহাব উদ্দিন বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। এরপর তার স্বজনরা সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার হদিস পাননি। এ ঘটনায় তার স্ত্রী রোকসানা বেগম ২ আগস্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

রবিবার দুপুরে বাঁশবাড়িয়ার মগপুকুর পাহাড়ে একটি জায়গা পরিমাপ করতে গেলে স্থানীয়রা একটি কঙ্কাল দেখতে পান। তার পরনের পোশাক দেখে তাকে সনাক্ত করে তিনি সাহাব উদ্দিন। কংঙ্কালের পাশে একটি বিষের বোতল পাওয়া যায়। ধারণা করা হচ্ছে নিখোঁজের দিনই তিনি বিষ পান করে আত্নহত্যা করেন। নিখোঁজের ১ মাস ১০ দিন পর তার কংঙ্কাল পাওয়া যায়।

সীতাকুণ্ড মডেল থানার এসআই মো. বিল্লাল হোসেন বলেন, পাহাড়ের ভিতর এক ব্যক্তির কংঙ্কাল পাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধ এক ব্যক্তির কংঙ্কাল উদ্ধার করি। কামাল নামে এক ব্যক্তি কংঙ্কালটি তার ভাইয়ের বলে শনাক্ত করেন। কংঙ্কালটি উদ্ধারের পর চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

খালেদ / পোস্টকার্ড ;

আপনার সামাজিক প্ল্যাটফর্ম এই পোস্ট শেয়ার করুন