গাড়িচাপায় চট্টগ্রামের সীতাকুণ্ডে আবু তালেব (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। রবিবার (১৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোড়আমতল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। উপজেলাধীন
নিহত আবু তালেব সোনাইছড়ি ইউনিয়নের জোড়আমতল এলাকার মো. আম্বিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃদ্ধ আবু তালেব রবিবার সন্ধ্যা ৭টার দিকে জোড়আমতল এলাকায় মহাসড়ক অতিক্রম করার সময় অজ্ঞাত গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।এ সময় তিনি ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোমেন বলেন, সন্ধ্যা ৭টার দিকে মহাসড়ক পারাপারের সময় অজ্ঞাত গাড়ি চাপায় নিহত হয়েছেন বৃদ্ধ আবু তালেব। তবে গাড়িটি শনাক্ত করা যায়নি। খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করেছি। আইনগত প্রক্রিয়া শেষে লাশ তাদের পরিবারের হাতে তুলে দেয়া হয়েছে।
খালেদ / পোস্টকার্ড ;