সীতাকুণ্ডে পুকুর থেকে এক যুবতীর ( ৩৫ )মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তার পরনে সেলোয়ার-কামিজ ছিল ।
সোমবার ( ১৮ আগস্ট) সকাল সাড়ে ৯ টার দিকে সৈয়দপুর ইউনিয়নের পূর্ব সৈয়দ সালামত উল্লার পুকুর হতে মৃতদেহ টি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, ক্ষতবিক্ষত একটি মৃত দেহ পুকুরে ভাসতে দেখে এলাকাবাসী থানাকে জানালে পুলিশ এসে অর্ধ গলিত মৃত দেহ টি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে কয়েক দিন পূর্বে মারা গেছে।
সীতাকুণ্ড থানার (এসআই) জাফর আহমদ বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে মৃতদেহ উদ্ধার করা হয়। মৃত যুবতীর বয়স আনুমানিক ৩৫। মৃত্যুর কারণ এখন কিছু বলা যাচ্ছে না । ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান তিনি।
খালেদ / পোস্টকার্ড ;