১২’শ পিস ইয়াবাসহ চট্টগ্রামের সীতাকুণ্ডে মো. আয়াস (২৫) নামে এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে কোস্ট গার্ড। আয়াস কক্সবাজার জেলার উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের ইয়াছিন উল্লাহর ছেলে।
মঙ্গলবার (১২ আগস্ট) বিকাল সাড়ে ৫ টায় সীতাকুণ্ড থানাধীন ভাটিয়ারি তাবাকু খাল সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
বুধবার (১৩ আগস্ট) কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট রাফিদ-আস-সামি এ তথ্য জানান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় ইয়াবা বেচাকেনার সময় এক মাদক কারবারিকে আটক করা হয়। এরপর তল্লাশি চালিয়ে তার প্যান্টের পকেট থেকে ১২০০ পিস ইয়াবা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৫৬ লাখ টাকা। জব্দ করা ইয়াবা এবং আটক মাদক কারবারির বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাদক পাচার রোধকল্পে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান তিনি।
খালেদ / পোস্টকার্ড ;