পৌরসদর ব্যবসায়ী দোকান মালিক সমিতি সীতাকুণ্ডের নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১ টায় সীতাকুণ্ড পৌরসভার হল রুমে উক্ত শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলাম।
নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক গাজী মোঃ সুজার উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব মাওলানা তাওহিদুল হক চৌধুরীর সঞ্চালনায়শপথ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ডাক্তার কমল কদর, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী, সাংবাদিক এড.নাছির উদ্দিন, পৌরসভার সচিব নজরুল ইসলাম।
বক্তব্য রাখেন নির্বাচন পরিচালনার কমিটির নির্বাহী সদস্য সামছুল আলম আজাদ, পৌর বিএনপি নেতা ছালে আহমদ সলু, রফিকুল আলম, লিয়াকত আলী, ইসমাইল হোসেন সিরাজ, সাবেক সভাপতি রেজাউল করিম বাহার।
খালেদ / পোস্টকার্ড ;