নির্বাচন সংস্কার কমিশন এবং সংবিধান সংস্কার কমিশনের কাছে দলীয় মতামত ও প্রস্তাব হস্তান্তর করেছে এবি পার্টি। গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করার লক্ষ্যে নির্বাচন ও সংবিধান সংস্কারের গুরুত্বের ওপর জোর দিয়েছে তারা।
বুধবার নির্বাচন সংস্কার কমিশনের চেয়ারম্যান বদিউল আলম মজুমদার এবং সংবিধান সংস্কার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আলী রীয়াজের কাছে প্রস্তাবগুলো হস্তান্তর করে এবি পার্টির একটি প্রতিনিধিদল।