হাইওয়ে পুলিশের Hello HP অ্যাপ এর কার্যক্রমের শুভ উদ্বোধন করেছেন হাইওয়ে পুলিশ প্রধান অ্যাডিশনাল আইজি মোঃ দেলোয়ার হোসেন মিঞা।
বৃহস্পতিবার ( ৫ জুন ) দুপুর সাড়ে ১২টায় হাইওয়ে পুলিশের Hello HP অ্যাপ এর কার্যক্রমের শুভ উদ্বোধন করেন হাইওয়ে পুলিশ প্রধান – অ্যাডিশনাল আইজি জনাব মোঃ দেলোয়ার হোসেন মিঞা।
এসময় হাইওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও ভার্চুয়ালি রিজিয়নাল পুলিশ সুপারগণ এবং হাইওয়ে সংশ্লিষ্ট পরিবহনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে হাইওয়ে পুলিশ প্রধান বলেন, এই অ্যাপের মাধ্যমে মহাসড়ক ব্যবহারকারীরা এখন আরও সহজে ও দ্রুত হাইওয়ে পুলিশি সেবা গ্রহণ করতে পারবে। এছাড়াও দুর্ঘটনা, যানজট বা যেকোনো জরুরি পরিস্থিতিতে সহায়তা পাওয়া এখন আরও সহজ ও আধুনিক হয়েছে। তিনি হাইওয়ে পুলিশের Hello HP অ্যাপ ব্যবহার করার অনুরোধ করেন।
Hello HP App এর মাধ্যমে সম্মানিত মহাসড়ক
ব্যবহারকারীগণ যে সকল সুবিধা পাবেন-
১. জরুরী সাহায্য বাটন চেপে হাইওয়েতে যে কোনো পরিস্থিতিতে নিকটবর্তী হাইওয়ে পুলিশ টহল টিমের সাথে স্বয়ংক্রিয়ভাবে যোগাযোগ স্থাপন করা যাবে।
২. মহাসড়কে সর্বশেষ গুরুত্বপূর্ণ তথ্যের লাইভ আপডেট যেমনঃ রাস্তা-ঘাট বন্ধ, যানজট, বিকল্প রাস্তা ইত্যাদির তথ্য পাওয়া যাবে।
৩. ভাড়ার তালিকা, ব্রিজ টোলের হার ইত্যাদির তথ্যাদি পাওয়া যাবে ।
৪. হাইওয়ে পুলিশের সকল উর্ধ্বতন কর্মকর্তা ও সকল হাইওয়ে থানার মোবাইল নম্বরসমূহ পাওয়া যাবে।
৫. Travelers Map-এ হাইওয়ে থানা, লোকাল থানা, ফায়ার স্টেশন, হাসপাতাল, ফিলিং স্টেশন, ওয়ার্কসপ, রেস্টুরেন্ট, পশুর হাট ইত্যাদির লোকেশন ও মোবাইল নম্বর পাওয়া যাবে।
খালেদ/ পোস্টকার্ড ;
এখনই ডাউনলোড করুন Google Play Store থেকে Hello HP App: