Dhaka ১১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

ভয়াবহ অগ্নিকাণ্ডে সীতাকুণ্ডে ছয় পরিবারের সর্বস্ব পুড়ে ছাই

ভয়াবহ অগ্নিকাণ্ডে সীতাকুণ্ডে ছয় পরিবারের সর্বস্ব পুড়ে ছাই

ভয়াবহ অগ্নিকাণ্ডে সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মান্দারীটোলা গ্রামের মোল্লা বাড়িতে ছয়টি পরিবারের ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে আহমদ মোল্লা বাড়ির আবুল হাশেম, আবুল খায়ের, আবুল ইউসুফ, সিকান্দার আবু জাফর চাম্পা, বোরহান উদ্দিন ও মোশারফ হোসেনের বসতঘর। এদের মধ্যে আবুল খায়েরের ছেলে নয়নের ঘরে গচ্ছিত দেড় লক্ষ টাকা, চাম্পার ষাট হাজার টাকা ও সকলের ঘরের প্রচুর স্বর্ণালংকার এবং আসবাবপত্র আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (৩০ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মান্দারীটোলা গ্রামের মোল্লা বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ২টার দিকে মসজিদের ইমাম মাওলানা আবুল খায়ের ঘরের বিদ্যুৎ মিটার থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের ঘরগুলোতে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সবগুলো ঘর সম্পূর্ণভাবে পুড়ে যায়।

স্থানীয় যুবক মহিউদ্দীন বলেন, দুপুর ২টার দিকে হঠাৎ চিৎকার-চেঁচামেচি শুনে দৌড়ে গিয়ে দেখি দাউদাউ করে আগুন জ্বলছে। ছয়টি ঘর একসঙ্গে হওয়ায় নিমিষেই আগুন সবগুলো ঘরে ছড়িয়ে যায়। আগুনের এত তাপ যে কেউ কাছে যেতে পারছিল না। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে অল্প কিছুক্ষণের মধ্যে পুরোপুরি আগুন নিয়ন্ত্রণ আনেন। কিন্তু তার আগেই সব শেষ হয়ে যায়।

ক্ষতিগ্রস্তরা জানান, তাদের ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার ও আসবাবসহ প্রায় এক কোটি টাকার মালামাল পুড়ে গেছে। তারা এখন নিঃস্ব অবস্থায় খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছেন।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের লিডার মচিন্দ্র লাল ত্রিপুরা বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। আগুনের সূত্রপাত হয় একটি ঘরের বৈদ্যুতিক মিটারের শর্ট সার্কিট থেকে।

খালেদ / পোস্টকার্ড ;

আপনার সামাজিক প্ল্যাটফর্ম এই পোস্ট শেয়ার করুন
লেখক তথ্য সম্পর্কে

জনপ্রিয় পোস্ট

কোরবানির ঈদকে সামনে রেখে কামারদের কাটছে নির্ঘুম রাত

ভয়াবহ অগ্নিকাণ্ডে সীতাকুণ্ডে ছয় পরিবারের সর্বস্ব পুড়ে ছাই

আপডেটের সময় : ০৭:৩৫:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫

ভয়াবহ অগ্নিকাণ্ডে সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মান্দারীটোলা গ্রামের মোল্লা বাড়িতে ছয়টি পরিবারের ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে আহমদ মোল্লা বাড়ির আবুল হাশেম, আবুল খায়ের, আবুল ইউসুফ, সিকান্দার আবু জাফর চাম্পা, বোরহান উদ্দিন ও মোশারফ হোসেনের বসতঘর। এদের মধ্যে আবুল খায়েরের ছেলে নয়নের ঘরে গচ্ছিত দেড় লক্ষ টাকা, চাম্পার ষাট হাজার টাকা ও সকলের ঘরের প্রচুর স্বর্ণালংকার এবং আসবাবপত্র আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (৩০ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মান্দারীটোলা গ্রামের মোল্লা বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ২টার দিকে মসজিদের ইমাম মাওলানা আবুল খায়ের ঘরের বিদ্যুৎ মিটার থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের ঘরগুলোতে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সবগুলো ঘর সম্পূর্ণভাবে পুড়ে যায়।

স্থানীয় যুবক মহিউদ্দীন বলেন, দুপুর ২টার দিকে হঠাৎ চিৎকার-চেঁচামেচি শুনে দৌড়ে গিয়ে দেখি দাউদাউ করে আগুন জ্বলছে। ছয়টি ঘর একসঙ্গে হওয়ায় নিমিষেই আগুন সবগুলো ঘরে ছড়িয়ে যায়। আগুনের এত তাপ যে কেউ কাছে যেতে পারছিল না। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে অল্প কিছুক্ষণের মধ্যে পুরোপুরি আগুন নিয়ন্ত্রণ আনেন। কিন্তু তার আগেই সব শেষ হয়ে যায়।

ক্ষতিগ্রস্তরা জানান, তাদের ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার ও আসবাবসহ প্রায় এক কোটি টাকার মালামাল পুড়ে গেছে। তারা এখন নিঃস্ব অবস্থায় খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছেন।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের লিডার মচিন্দ্র লাল ত্রিপুরা বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। আগুনের সূত্রপাত হয় একটি ঘরের বৈদ্যুতিক মিটারের শর্ট সার্কিট থেকে।

খালেদ / পোস্টকার্ড ;

আপনার সামাজিক প্ল্যাটফর্ম এই পোস্ট শেয়ার করুন