Dhaka ১১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

ঐতিহ্যের বন্ধনে সিপিডিএল পরিবার, সম্প্রীতির দুই দশক” – এক অনন্য মিলনমেলা

ঐতিহ্যের বন্ধনে সিপিডিএল পরিবার, সম্প্রীতির দুই দশক” – এক অনন্য মিলনমেলা

গত ১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার বিকেল ৩টা থেকে চট্টগ্রামের ফয়’স লেক রোডে অবস্থিত গ্যালেরিয়ার এম্বায়েন্স হলে অনুষ্ঠিত হয় সিপিডিএল পরিবারের অন্যতম বৃহৎ আয়োজন-“ঐতিহ্যের বন্ধনে সিপিডিএল পরিবার, সম্প্রীতির দুই দশক”-একটি পারিবারিক হৃদ্যতা ও সম্পর্কের গল্প।

২০০৪ সালে যাত্রা শুরু করা সিপিডিএল আজ শুধুই একটি প্রতিষ্ঠানের নাম নয়, এটি একটি পরিবার। এই দুই দশকের পথচলায় যারা পাশে ছিলেন এবং আছেন -তাদের সবাইকে একসাথে নিয়ে মিলিত হওয়ার এই প্রয়াস ছিল একটি আন্তরিক অভিব্যক্তি।

অতীতের গল্প আর বর্তমানের হাসিমুখে তৈরি হয়েছিল এক অনবদ্য পরিবেশ, যেখানে প্রাক্তন ও বর্তমান সদস্যরা তাদের পরিবার নিয়ে মিলিত হয়েছিলেন ভালোবাসা আর বন্ধনের স্পন্দনে।

দিনব্যাপী এই মিলনমেলায় ছিল ঐতিহ্যবাহী পিঠা ও মুখরোচক খাবার, মজাদার নানান ধরনের গেইম শো, সাবলীল সাংস্কৃতিক পরিবেশনা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগীতা, ম্যাজিক শো, চমকপ্রদ ডিনার-সহ আনন্দঘন নানান মুহূর্ত। অনুষ্ঠানে বিশেষ সম্মাননা জানানো হয় সিপিডিএল পরিবারের সেই প্রবীণ সদস্যদের, যাঁদের নিরলস পরিশ্রম ও অবদান CPDL-এর শক্ত ভিত্তি নির্মাণে রেখেছে অনন্য ভূমিকা।

এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল পারস্পরিক বন্ধন আরও সুদৃঢ় করা এবং সিপিডিএল পরিবারকে কেন্দ্র করে গড়ে ওঠা পারিবারিক মূল্যবোধকে উদযাপন করা। অতিথিদের সরব উপস্থিতি, হাস্যোজ্জ্বল মুহূর্ত এবং সম্মিলিত অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও অর্থবহ।

সিপিডিএল পরিবার আশাবাদী, এমন আয়োজন ভবিষ্যতেও সম্পর্ককে আরও সুদৃঢ় করে তুলবে এবং প্রজন্ম থেকে প্রজন্মে প্রতিষ্ঠানের ঐতিহ্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেবে।

সিপিডিএল পরিবারের কর্ণধার ইঞ্জিঃ ইফতেখার হোসেন সিপিডিএল’র ২০ বছর পূর্তি উপলক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় জানান,  

২০২৫ সালে আমরা সবাই মিলে সিপিডিএল-এর ২০ বছর পূর্তির এক অসাধারণ মাইলফলক উদযাপন করেছি। এই দীর্ঘ পথচলায় আমাদের পরিবারের প্রতিটি সদস্যের অবদান সত্যিই অনন্য ও অনস্বীকার্য।

সিপিডিএল পরিবারের সবার আন্তরিক উপস্থিতি, হাসিমাখা মুখ, প্রাণবন্ত আড্ডা আর ভালোবাসা – এই সবকিছু মিলেই আমাদের এই আয়োজনকে করেছে অবিস্মরণীয় ও প্রাণবন্ত।

এই দীর্ঘ ২০ বছরের পথচলায় এই পরিবারের সদস্যরা শুধু সহযাত্রী ছিলেন না, ছিলেন প্রেরণার উৎস, ছিলেন শক্তি ও সাহসের ভিত্তি। সকলের প্রতিটি চেষ্টায়, প্রতিটি ত্যাগে গড়ে উঠেছে আজকের সিপিডিএল।

এতো বছর ধরে যারা পাশে ছিলেন, এবং আগামী দিনেও যাঁরা একসাথে পথ চলবেন – আপনাদের প্রতি রইল আমার গভীর কৃতজ্ঞতা ও ভালোবাসা।

এই ঐক্য, আন্তরিকতা ও পারিবারিক বন্ধন আমাদের আগামী দিনের পথচলা আরও সহজ করবে।

খালেদ / পোস্টকার্ড ;

আপনার সামাজিক প্ল্যাটফর্ম এই পোস্ট শেয়ার করুন
লেখক তথ্য সম্পর্কে

জনপ্রিয় পোস্ট

আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ইশরাককে শপথ পড়ানো যাবে না: রিটকারীর আইনজীবী

ঐতিহ্যের বন্ধনে সিপিডিএল পরিবার, সম্প্রীতির দুই দশক” – এক অনন্য মিলনমেলা

আপডেটের সময় : ০৪:২১:১৭ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫

গত ১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার বিকেল ৩টা থেকে চট্টগ্রামের ফয়’স লেক রোডে অবস্থিত গ্যালেরিয়ার এম্বায়েন্স হলে অনুষ্ঠিত হয় সিপিডিএল পরিবারের অন্যতম বৃহৎ আয়োজন-“ঐতিহ্যের বন্ধনে সিপিডিএল পরিবার, সম্প্রীতির দুই দশক”-একটি পারিবারিক হৃদ্যতা ও সম্পর্কের গল্প।

২০০৪ সালে যাত্রা শুরু করা সিপিডিএল আজ শুধুই একটি প্রতিষ্ঠানের নাম নয়, এটি একটি পরিবার। এই দুই দশকের পথচলায় যারা পাশে ছিলেন এবং আছেন -তাদের সবাইকে একসাথে নিয়ে মিলিত হওয়ার এই প্রয়াস ছিল একটি আন্তরিক অভিব্যক্তি।

অতীতের গল্প আর বর্তমানের হাসিমুখে তৈরি হয়েছিল এক অনবদ্য পরিবেশ, যেখানে প্রাক্তন ও বর্তমান সদস্যরা তাদের পরিবার নিয়ে মিলিত হয়েছিলেন ভালোবাসা আর বন্ধনের স্পন্দনে।

দিনব্যাপী এই মিলনমেলায় ছিল ঐতিহ্যবাহী পিঠা ও মুখরোচক খাবার, মজাদার নানান ধরনের গেইম শো, সাবলীল সাংস্কৃতিক পরিবেশনা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগীতা, ম্যাজিক শো, চমকপ্রদ ডিনার-সহ আনন্দঘন নানান মুহূর্ত। অনুষ্ঠানে বিশেষ সম্মাননা জানানো হয় সিপিডিএল পরিবারের সেই প্রবীণ সদস্যদের, যাঁদের নিরলস পরিশ্রম ও অবদান CPDL-এর শক্ত ভিত্তি নির্মাণে রেখেছে অনন্য ভূমিকা।

এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল পারস্পরিক বন্ধন আরও সুদৃঢ় করা এবং সিপিডিএল পরিবারকে কেন্দ্র করে গড়ে ওঠা পারিবারিক মূল্যবোধকে উদযাপন করা। অতিথিদের সরব উপস্থিতি, হাস্যোজ্জ্বল মুহূর্ত এবং সম্মিলিত অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও অর্থবহ।

সিপিডিএল পরিবার আশাবাদী, এমন আয়োজন ভবিষ্যতেও সম্পর্ককে আরও সুদৃঢ় করে তুলবে এবং প্রজন্ম থেকে প্রজন্মে প্রতিষ্ঠানের ঐতিহ্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেবে।

সিপিডিএল পরিবারের কর্ণধার ইঞ্জিঃ ইফতেখার হোসেন সিপিডিএল’র ২০ বছর পূর্তি উপলক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় জানান,  

২০২৫ সালে আমরা সবাই মিলে সিপিডিএল-এর ২০ বছর পূর্তির এক অসাধারণ মাইলফলক উদযাপন করেছি। এই দীর্ঘ পথচলায় আমাদের পরিবারের প্রতিটি সদস্যের অবদান সত্যিই অনন্য ও অনস্বীকার্য।

সিপিডিএল পরিবারের সবার আন্তরিক উপস্থিতি, হাসিমাখা মুখ, প্রাণবন্ত আড্ডা আর ভালোবাসা – এই সবকিছু মিলেই আমাদের এই আয়োজনকে করেছে অবিস্মরণীয় ও প্রাণবন্ত।

এই দীর্ঘ ২০ বছরের পথচলায় এই পরিবারের সদস্যরা শুধু সহযাত্রী ছিলেন না, ছিলেন প্রেরণার উৎস, ছিলেন শক্তি ও সাহসের ভিত্তি। সকলের প্রতিটি চেষ্টায়, প্রতিটি ত্যাগে গড়ে উঠেছে আজকের সিপিডিএল।

এতো বছর ধরে যারা পাশে ছিলেন, এবং আগামী দিনেও যাঁরা একসাথে পথ চলবেন – আপনাদের প্রতি রইল আমার গভীর কৃতজ্ঞতা ও ভালোবাসা।

এই ঐক্য, আন্তরিকতা ও পারিবারিক বন্ধন আমাদের আগামী দিনের পথচলা আরও সহজ করবে।

খালেদ / পোস্টকার্ড ;

আপনার সামাজিক প্ল্যাটফর্ম এই পোস্ট শেয়ার করুন