চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নে মো. মুসলিম উদ্দিন (৪২) নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা ঘটনায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০ জনকে আসামি করে মোট ১৪ জনের বিরুদ্ধে সীতাকুণ্ড মডেল থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ১০ই এপ্রিল বিকাল ৫টায় দিকে মুরাদপুর ইউনিয়নের গুপ্তাখালী বেড়িবাঁধ এলাকায়, কোস্টাল গ্যাস লিমিটেডের পাশ দিয়ে কোস্টাল গ্যাস লিমিটেডের একটি প্রাইভেট কারে করে যাচ্ছিলেন মুসলিম উদ্দিন। পূর্বপরিকল্পিতভাবে দুর্বৃত্তরা গাড়িটিকে থামার সংকেত দিয়ে একটু কথা আছে বলে তাকে গাড়ি থেকে নামায়। এরপর গাড়িতে থাকা অন্য কর্মকর্তাদের সামনে এগিয়ে যেতে বলা হয়। এ সময় মামলার ১ নম্বর আসামি রাকিব (২১), জিএম (১৯), ইমন (১৯), রিয়াদ (১৯) এবং অজ্ঞাতনামা আরও ১০ জন দেশীয় অস্ত্র ও চাইনিজ কুড়াল দিয়ে মুসলিম উদ্দিনের ওপর এলোপাতাড়ি হামলা চালায়। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে আসার চেষ্টা করলে কোস্টাল গ্যাস লিমিটেডের কর্মকর্তা ও গাড়িচালক দেলোয়ারকে ভয়ভীতি দেখিয়ে সরে যেতে বাধ্য করে হামলাকারীরা। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মুসলিম উদ্দিনকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য , নিহত মুসলিম উদ্দিন মুরাদপুর ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক ও স্থানীয় একজন ব্যবসায়ী। তিনি একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু তাহেরের ছেলে।
নিহতের স্ত্রী লিমা আক্তার বাদী হয়ে গত মঙ্গলবার (১৫ই এপ্রিল) সীতাকুণ্ড থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুজিবুর রহমান বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। খুব শিগগিরই তাদের আইনের আওতায় আনা হবে।’
খালেদ / পোস্টকার্ড ;