Dhaka ১১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

৪০ লক্ষ টাকার গার্মেন্টস পণ্যসহ সীতাকুণ্ডে কাভার্ডভ্যান আটক, গ্রেপ্তার দুই

১টি চোরাই যাওয়া কাভার্ডভ্যানসহ ৪০ লক্ষ টাকা সমমূল্যের বিদেশে রপ্তানীমুখী পণ্য উদ্ধার করেছে সীতাকুণ্ড থানা পুলিশ। ১২ এপ্রিল (শনিবার) অতিরিক্ত পুলিশ সুপার লাবীব আবদুল্লাহর নেতৃত্বে কাভার্ডভ্যানসহ এসব মালামাল উদ্ধার করেন।
পুলিশ জানান, ১১ এপ্রিল (শুক্রবার) দ্বীপ নিটওয়ার গার্মেন্টস গাজীপুর হতে ১ হাজার ৫৬৪ টি কার্টনে রক্ষিত প্রায় ৪০ লক্ষ টাকা মূল্যের বিদেশি গার্মেন্টস পণ্য নেদারল্যান্ডে রপ্তানির লক্ষ্যে চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে আসছিল।এ সময় চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানা এলাকা হতে অজ্ঞাত কয়েকজন ব্যক্তি গাড়ির মালামালসহ কাভার্ডভ্যানটি চুরি করে অন্যত্র নিয়ে যায়। পরবর্তীতে আজ শনিবার এ ঘটনায় গাড়ীটির মালিক বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় একটি আত্মসাতের মামলা দায়ের করেন।
পরে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মাহমুদুল হাসানসহ সঙ্গীয় এএসআই মহিউদ্দীন ও একাধিক ফোর্সসহ নোয়াখালী জেলার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেন এবং উক্ত চোরাই মালামাল উদ্ধারপূর্বক জব্দ করেন।
ঘটনার পরদিন উক্ত চোরাই কাভার্ডভ্যানের সন্ধানে পুনরায় আবারো অভিযানে বের হন লাবীব আব্দুল্লাহ। তাঁর নেতৃত্বে সীতাকুণ্ড থানার এসআই নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ফেনী জেলা হতে উক্ত চোরাই যাওয়া কাভার্ডভ্যানটি ঢাকা মেট্রো-ট-১১-৭৬৭৫ উদ্ধার করেন। যার মূল্য অনুমানিক ২৫ লক্ষ টাকা।
উক্ত চোরাইকৃত রপ্তানীমুখী বিদেশি পণ্য সীতাকুণ্ড থানা পুলিশ কর্তৃক জব্দ করার পর অক্ষত অবস্থায় আদালতের নির্দেশে মালিক পক্ষকে বুঝিয়ে দেওয়া হয়। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে জামাল ও রাকিব নামে ২ ব্যক্তিকে গ্রেফতার করে আদালতে সোপার্দ করা হয়েছে বলে জানান তিনি।
সীতাকুণ্ড সার্কেলের দায়িত্বরত অতিরিক্ত পুলিশ সুপার লাবীব আব্দুল্লাহ আরও বলেন, এ ঘটনার সাথে জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
খালেদ / পোস্টকার্ড ;
Show quoted text
আপনার সামাজিক প্ল্যাটফর্ম এই পোস্ট শেয়ার করুন
লেখক তথ্য সম্পর্কে

জনপ্রিয় পোস্ট

আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ইশরাককে শপথ পড়ানো যাবে না: রিটকারীর আইনজীবী

৪০ লক্ষ টাকার গার্মেন্টস পণ্যসহ সীতাকুণ্ডে কাভার্ডভ্যান আটক, গ্রেপ্তার দুই

আপডেটের সময় : ০৫:২২:৩৮ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
১টি চোরাই যাওয়া কাভার্ডভ্যানসহ ৪০ লক্ষ টাকা সমমূল্যের বিদেশে রপ্তানীমুখী পণ্য উদ্ধার করেছে সীতাকুণ্ড থানা পুলিশ। ১২ এপ্রিল (শনিবার) অতিরিক্ত পুলিশ সুপার লাবীব আবদুল্লাহর নেতৃত্বে কাভার্ডভ্যানসহ এসব মালামাল উদ্ধার করেন।
পুলিশ জানান, ১১ এপ্রিল (শুক্রবার) দ্বীপ নিটওয়ার গার্মেন্টস গাজীপুর হতে ১ হাজার ৫৬৪ টি কার্টনে রক্ষিত প্রায় ৪০ লক্ষ টাকা মূল্যের বিদেশি গার্মেন্টস পণ্য নেদারল্যান্ডে রপ্তানির লক্ষ্যে চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে আসছিল।এ সময় চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানা এলাকা হতে অজ্ঞাত কয়েকজন ব্যক্তি গাড়ির মালামালসহ কাভার্ডভ্যানটি চুরি করে অন্যত্র নিয়ে যায়। পরবর্তীতে আজ শনিবার এ ঘটনায় গাড়ীটির মালিক বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় একটি আত্মসাতের মামলা দায়ের করেন।
পরে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মাহমুদুল হাসানসহ সঙ্গীয় এএসআই মহিউদ্দীন ও একাধিক ফোর্সসহ নোয়াখালী জেলার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেন এবং উক্ত চোরাই মালামাল উদ্ধারপূর্বক জব্দ করেন।
ঘটনার পরদিন উক্ত চোরাই কাভার্ডভ্যানের সন্ধানে পুনরায় আবারো অভিযানে বের হন লাবীব আব্দুল্লাহ। তাঁর নেতৃত্বে সীতাকুণ্ড থানার এসআই নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ফেনী জেলা হতে উক্ত চোরাই যাওয়া কাভার্ডভ্যানটি ঢাকা মেট্রো-ট-১১-৭৬৭৫ উদ্ধার করেন। যার মূল্য অনুমানিক ২৫ লক্ষ টাকা।
উক্ত চোরাইকৃত রপ্তানীমুখী বিদেশি পণ্য সীতাকুণ্ড থানা পুলিশ কর্তৃক জব্দ করার পর অক্ষত অবস্থায় আদালতের নির্দেশে মালিক পক্ষকে বুঝিয়ে দেওয়া হয়। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে জামাল ও রাকিব নামে ২ ব্যক্তিকে গ্রেফতার করে আদালতে সোপার্দ করা হয়েছে বলে জানান তিনি।
সীতাকুণ্ড সার্কেলের দায়িত্বরত অতিরিক্ত পুলিশ সুপার লাবীব আব্দুল্লাহ আরও বলেন, এ ঘটনার সাথে জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
খালেদ / পোস্টকার্ড ;
Show quoted text
আপনার সামাজিক প্ল্যাটফর্ম এই পোস্ট শেয়ার করুন