Dhaka ০৪:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

ফিলিস্তিনীদের উপর ইসরাইলী আগ্রাসনের বিরুদ্ধে সীতাকুণ্ডে বিক্ষোভ

ফিলিস্তিনীদের উপর ইসরাইলী আগ্রাসনের বিরুদ্ধে সীতাকুণ্ডে বিক্ষোভ

ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বব্যাপী চলা ‘নো ওয়ার্ক, নো ক্লাস’ কর্মসূচির অংশ হিসেবে সীতাকুণ্ড উপজেলায় বিক্ষোভ সমাবেশ করেছে বিভিন্ন রাজনৈতিক  দল, বৈষম্য বিরোধী ছাত্র সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন।

সোমবার (৭ এপ্রিল) আসরের নামাজের পর উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

দুপুরে  সীতাকুন্ড টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ,পন্হিছিলা উচ্চ বিদ্যালয়,সহ বিভিন্ন স্কুল- কলেজ, মাদ্রাসারসহ শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে শিক্ষার্থীরা ফিলিস্তিনের পতাকা হাতে মিছিল বের করে।বৈষম্য বিরোধী ছাত্র সমাজ এর নেতা  ইমরান খান নেতৃত্ব দেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রদের মিছিলে।

বিকালে উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং সীতাকুণ্ড পৌর সদরে বিশাল  বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়৷ উক্ত বিক্ষোভ মিছিলে উপজেলা ও পৌর বিএনপির নেতাগন,বিভিন্ন ছাত্র সংগঠন, ইসলামী দল, ইমাম-উলামা, শিশু ও সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে শতশত সাধারণ মুসলিম জনতা অংশগ্রহণ করেন৷ মিছিলে ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েল ও আমেরিকার বিপক্ষে বিভিন্ন প্রতিবাদী স্লোগান সম্বলিত ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড বহন করেন বিক্ষুব্ধ সর্বস্তরের মুসলিম জনতা। বিক্ষোভে অংশ নেওয়া মুসলিম জনতা অবিলম্বে ফিলিস্তিনে চলা এই নারকীয় হত্যাকাণ্ড বন্ধের আহ্বান জানান।

তারা বলেন, ২০২৫ সালের এই আধুনিক বিশ্বে এমন হত্যাকাণ্ড চলছে আমরা আশ্চর্যজনকভাবে তা মেনে নিচ্ছি। গাজার মানুষ মরবে আর পুরো বিশ্ব আরামে থাকবে তা হতে পারে না। বোমা হামলা-বিমান হামলার পরিমাণ তারা মাসের পর মাস বাড়াচ্ছে। আরও নৃশংস হয়ে উঠছে। আমাদের মধ্যে মানবিকতা-মনুষ্যত্ব সেটা কি শুধু মুখেই থাকবে। শতাব্দীর সবচেয়ে ভয়ংকর গণহত্যা চললেও বিশ্বের কোন মুসলিম দেশ জোরালো প্রতিবাদ করছেনা। এ গণহত্যা অবিলম্বে বন্ধের আহ্বান জানান বক্তারা।সাথে সাথে ইসরাইলী পন্য বর্জনেরও আহবান জানান।

অপরদিকে  বিশ্বব্যাপী সাধারণ ধর্মঘটের অংশ হিসেবে দিশারী যুব ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে সীতাকুণ্ড উপজেলায় বিক্ষোভ মিছিল ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনটির চেয়ারম্যান এডভোকেট মোহাম্মদ সরোয়ার হোসাইন লাভলুর নেতৃত্বে এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠন অংশগ্রহণ করে।

এই কর্মসূচির মূল প্রতিপাদ্য ছিল: “The world stops for Palestine – no work, no school, until the genocide stops.” অর্থাৎ, ফিলিস্তিনে চলমান গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত বিশ্বব্যাপী সকল কাজ ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে প্রতিবাদ জানানো।

সেমবার সন্ধ্যা ৫টায় সীতাকুণ্ড উপজেলা সদরে শুরু হওয়া এই বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে এডভোকেট মোহাম্মদ সরোয়ার হোসাইন লাভলু বলেন, “ফিলিস্তিনের জনগণের উপর দীর্ঘদিন ধরে যে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হচ্ছে, তা বিশ্ববাসীর কাছে নিন্দার দাবি রাখে। আমরা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করতে চাই।”

বক্তারা ফিলিস্তিনের জনগণের পক্ষে বিশ্বব্যাপী ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান এবং নির্যাতিত মানুষের পাশে দাঁড়াতে সকলকে এগিয়ে আসার অনুরোধ করেন।

এ কর্মসূচিতে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থী এবং সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দিশারী যুব ফাউন্ডেশন বাংলাদেশ-এর সহ-সভাপতি (প্রশাসন) লায়ন প্রভাষক মোঃ নাজিমুজ্জামান রাশেদ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লায়ন মোঃ নুর খান।

খালেদ / পোস্টকার্ড 

আপনার সামাজিক প্ল্যাটফর্ম এই পোস্ট শেয়ার করুন
লেখক তথ্য সম্পর্কে

জনপ্রিয় পোস্ট

তেলের ডিপোতে পড়ে সীতাকুণ্ডে একজনের মৃত্যু, দগ্ধ ৩

ফিলিস্তিনীদের উপর ইসরাইলী আগ্রাসনের বিরুদ্ধে সীতাকুণ্ডে বিক্ষোভ

আপডেটের সময় : ০৯:৩৭:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫

ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বব্যাপী চলা ‘নো ওয়ার্ক, নো ক্লাস’ কর্মসূচির অংশ হিসেবে সীতাকুণ্ড উপজেলায় বিক্ষোভ সমাবেশ করেছে বিভিন্ন রাজনৈতিক  দল, বৈষম্য বিরোধী ছাত্র সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন।

সোমবার (৭ এপ্রিল) আসরের নামাজের পর উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

দুপুরে  সীতাকুন্ড টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ,পন্হিছিলা উচ্চ বিদ্যালয়,সহ বিভিন্ন স্কুল- কলেজ, মাদ্রাসারসহ শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে শিক্ষার্থীরা ফিলিস্তিনের পতাকা হাতে মিছিল বের করে।বৈষম্য বিরোধী ছাত্র সমাজ এর নেতা  ইমরান খান নেতৃত্ব দেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রদের মিছিলে।

বিকালে উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং সীতাকুণ্ড পৌর সদরে বিশাল  বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়৷ উক্ত বিক্ষোভ মিছিলে উপজেলা ও পৌর বিএনপির নেতাগন,বিভিন্ন ছাত্র সংগঠন, ইসলামী দল, ইমাম-উলামা, শিশু ও সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে শতশত সাধারণ মুসলিম জনতা অংশগ্রহণ করেন৷ মিছিলে ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েল ও আমেরিকার বিপক্ষে বিভিন্ন প্রতিবাদী স্লোগান সম্বলিত ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড বহন করেন বিক্ষুব্ধ সর্বস্তরের মুসলিম জনতা। বিক্ষোভে অংশ নেওয়া মুসলিম জনতা অবিলম্বে ফিলিস্তিনে চলা এই নারকীয় হত্যাকাণ্ড বন্ধের আহ্বান জানান।

তারা বলেন, ২০২৫ সালের এই আধুনিক বিশ্বে এমন হত্যাকাণ্ড চলছে আমরা আশ্চর্যজনকভাবে তা মেনে নিচ্ছি। গাজার মানুষ মরবে আর পুরো বিশ্ব আরামে থাকবে তা হতে পারে না। বোমা হামলা-বিমান হামলার পরিমাণ তারা মাসের পর মাস বাড়াচ্ছে। আরও নৃশংস হয়ে উঠছে। আমাদের মধ্যে মানবিকতা-মনুষ্যত্ব সেটা কি শুধু মুখেই থাকবে। শতাব্দীর সবচেয়ে ভয়ংকর গণহত্যা চললেও বিশ্বের কোন মুসলিম দেশ জোরালো প্রতিবাদ করছেনা। এ গণহত্যা অবিলম্বে বন্ধের আহ্বান জানান বক্তারা।সাথে সাথে ইসরাইলী পন্য বর্জনেরও আহবান জানান।

অপরদিকে  বিশ্বব্যাপী সাধারণ ধর্মঘটের অংশ হিসেবে দিশারী যুব ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে সীতাকুণ্ড উপজেলায় বিক্ষোভ মিছিল ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনটির চেয়ারম্যান এডভোকেট মোহাম্মদ সরোয়ার হোসাইন লাভলুর নেতৃত্বে এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠন অংশগ্রহণ করে।

এই কর্মসূচির মূল প্রতিপাদ্য ছিল: “The world stops for Palestine – no work, no school, until the genocide stops.” অর্থাৎ, ফিলিস্তিনে চলমান গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত বিশ্বব্যাপী সকল কাজ ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে প্রতিবাদ জানানো।

সেমবার সন্ধ্যা ৫টায় সীতাকুণ্ড উপজেলা সদরে শুরু হওয়া এই বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে এডভোকেট মোহাম্মদ সরোয়ার হোসাইন লাভলু বলেন, “ফিলিস্তিনের জনগণের উপর দীর্ঘদিন ধরে যে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হচ্ছে, তা বিশ্ববাসীর কাছে নিন্দার দাবি রাখে। আমরা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করতে চাই।”

বক্তারা ফিলিস্তিনের জনগণের পক্ষে বিশ্বব্যাপী ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান এবং নির্যাতিত মানুষের পাশে দাঁড়াতে সকলকে এগিয়ে আসার অনুরোধ করেন।

এ কর্মসূচিতে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থী এবং সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দিশারী যুব ফাউন্ডেশন বাংলাদেশ-এর সহ-সভাপতি (প্রশাসন) লায়ন প্রভাষক মোঃ নাজিমুজ্জামান রাশেদ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লায়ন মোঃ নুর খান।

খালেদ / পোস্টকার্ড 

আপনার সামাজিক প্ল্যাটফর্ম এই পোস্ট শেয়ার করুন