সন্ত্রাসীদের হাতে নির্মম ভাবে খুন হওয়া কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ নাছিরের নামাজে জানাজা ২৭ মার্চ বৃহস্পতিবার বাদে আসর মরহুমের নিজ বাড়ী বাড়বকুণ্ডের হাতীলোটা এলাকায় শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মোঃ নাছির গত ২৬ মার্চ ইফতারের পর নিজ বাড়ীর সামনে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নির্মমভাবে নিহত হন।
তার জানাজা নামাজে বিএনপির সাবেক যূগ্ম মহাসচিব ও চট্টগ্রাম ৪ সংসদীয় আসনের প্রার্থী আসলাম চৌধুরী উপস্থিত হয়ে বলেন, নাছিরের হত্যাকান্ডে যারা জড়িত তাদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবী জানান পাশাপাশি মরহুম নাছিরের মৃত্যুতে তিনি গভীর ভাবে শোক প্রকাশ করেন । এই সময় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকার্ত পরিবারবর্গ ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান ।
দক্ষিণ রহমত নগর জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল হাই আল আজাদের ইমামতিতে মরহুম নাছির উদ্দিনের জানাজা নামাজে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ কমল কদর,সদস্য সচিব কাজী মহিউদ্দিন,জহুরুল আলম জহুর,মোরসালিন,পৌর বিএনপির সদস্য সচিব সালেহ আহমদ সলু,উত্তরজেলা কৃষকদলের আহ্বায়ক বদিউল আলম বদরুল, উপজেলা, ইউনিয়ন বিএনপি, যুবদল,ছাত্রদলের নেতৃবৃন্দের মধ্যে নুরুল আনোয়ার,আবুল বশর,আবুল কালাম আজাদ, মহরম আলী, কাজী এনামুল বারী, আবু জাফর,শাখাওয়াত হোসেন রাসেল, আকবর হোসেন, সরোয়ার কামাল,সালামত উল্লাহ, আরঙ্গজেব মোস্তফা, ফজলুল করিম চৌধুরী,সাহাবুদ্দিন রাজু, জিয়াউদ্দিন,কাজী সেলিম, কোরবান আলী সাহেদ প্রমূখ উপস্হিত ছিলেন।
খালেদ / পোস্টকার্ড ;