অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপ্রস্তুত, সংরক্ষণ ও সরবরাহ করায় চট্টগ্রামের সীতাকুণ্ডে দুটি প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে পৌরসদরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লা আল মামুন এই জরিমানা করেন। এ সময় তিনি সীতাকুণ্ডে রেস্তোরাঁ, মিষ্টির দোকান ও ফলের দোকান মনিটরিং করেন।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায় , অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপ্রস্তুত, সংরক্ষণ ও সরবরাহ করায় ভোজ রেস্তোরাঁকে ৫ হাজার এবং মিষ্টিছায়াকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লা আল মামুন বলেন , নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে এ অভিযান অব্যাহত থাকবে।
খালেদ / পোস্টকার্ড ;