কুড়িগ্রামের উলিপুর উপজেলার বজরা ইউনিয়নে তিস্তা নদীতে যাত্রীবাহী নৌকাডুবির ঘটনায় নিখোঁজ এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে চর বজরা এলাকা থেকে ওই শিশুর লাশ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
উদ্ধার হওয়া লাশটি কুলছুম আক্তার (৪) নামের এক শিশুর। সে উলিপুর উপজেলার পুরাতন বজরা এলাকার কয়জাল হকের মেয়ে। নৌকাডুবির ঘটনার পর মোট দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনো পাঁচজন নিখোঁজ রয়েছে। এর মধ্যে একই পরিবারের তিন সদস্য রয়েছে। গত বুধবার সন্ধ্যায় উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের খামার দামারহাট তিস্তা খেয়াপাড় এলাকায় এ নৌকাডুবির ঘটে।