ত্রয়োদশ সংসদ নির্বাচন যত ঘনিয়ে আসছে তত নির্বাচনে আগ্রহী প্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু হয়েছে যা লক্ষণীয়। নির্বাচন ঘিরে চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে জামায়াত এনসিপির একক প্রার্থী থাকলেও বিএনপির একাধিক মনোনয়নপ্রত্যাশী তৎপরতা শুরু করেছেন। তাদের মধ্যে প্রবীণ ও ত্যাগী নেতা যেমন রয়েছেন, তেমনই আছেন প্রবাসীও। দ্বীপের কান্ডারি হতে মনোনয়নপ্রত্যাশীরা নানাভাবে গণসংযোগ শুরু করেছেন তারা ।
ইতিমমধ্যে নির্বাচনের সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে জামায়াতে ইসলামী। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির আলাউদ্দিন শিকদারকে এ আসনের প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়েছে। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নির্বাহী সদস্য এহসানুল মাহবুব জুবায়ের এ আসন থেকে মনোনয়নপ্রত্যাশী। তাছাড়া জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলনের প্রার্থীও রয়েছেন আসনটিতে। বিএনপির মনোনয়নপ্রত্যাশী প্রায় ৮ জন থাকলেও তিনজন এক্ষেত্রে এগিয়ে রয়েছেন। তারা হলেন সাবেক সংসদ-সদস্য মোস্তফা কামাল পাশা, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন ও মো. তারিকুল আলম তেনজিং।
চট্টগ্রাম জেলার দ্বিতীয় বৃহত্তম উপজেলা সন্দ্বীপ। এটি দেশের বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্ব উপকূলে অবস্থিত। একসময় ১৯টি ইউনিয়ন থাকলেও বর্তমানে রয়েছে ১৩টি।
নির্বাচন ঘিরে এরই মধ্যে লিফলেট বিতরণ, বিভিন্ন দলীয় ও সাংগঠনিক কর্মসূচি, ক্রীড়ানুষ্ঠান এবং সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে ভোটারদের সমর্থন আদায়ের চেষ্টা করছেন প্রার্থীরা।
মোস্তফা কামাল পাশা বয়সের ভারে কিছুটা ন্যুব্জ হলেও এবারের নির্বাচনে অংশ নিতে ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি ১৯৭৩ থেকে ১৯৯০ সাল পর্যন্ত টানা চারবার রহমতপুর ইউনিয়নের চেয়ারম্যান এবং ১৯৯০ সালে উপজেলা চেয়ারম্যান ছিলেন। তাছাড়া ১৯৯৬ ও ২০০১ সালে ধানের শীষ প্রতীকে সংসদ-সদস্য নির্বাচিত হন।
আগামী নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক কি না জানতে চাইলে তিনি বলেন, রাজনীতিতে অভিজ্ঞতার বিকল্প নেই। দলের হাইকমান্ডের কাছে মনোনয়ন চাইব। সন্দ্বীপের উন্নয়নে আমি যেমন ভূমিকা রেখেছি ভবিষ্যতেও সেই ধারা অব্যাহত রাখতে চাই।
মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন বর্তমানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য। এর আগে তিনি যুক্তরাষ্ট্র বিএনপির যুগ্ম আহ্বায়ক, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, ৯ বছর পর দেশে ফেরা বিএনপির এই কেন্দ্রীয় নেতা আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে সন্দ্বীপে তেমন সক্রিয় ছিলেন না। সরকার পতনের পর সন্দ্বীপে গিয়ে হাজার হাজার মানুষকে নিয়ে তিনি সভা-সমাবেশ করেছেন। ঈদের ছুটিতে সন্দ্বীপগামী শিক্ষার্থী ও অসহায়দের বিনামূল্যে সন্দ্বীপ যাত্রার একটি উদ্যোগেও আর্থিক সহায়তা করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টা মামলায় আসামি হয়ে ৯ বছর প্রবাসে কাটানোর পর দেশে ফিরে সন্দ্বীপে জনসংযোগ শুরু করেছেন। প্রবাসে থাকাকালে তিনি ‘বহির্বিশ্ব সন্দ্বীপ জাতীয়তাবাদী ফোরাম’ গড়ে তোলেন এবং নির্যাতিত দলীয় নেতাকর্মীদের আর্থিক সহায়তা প্রদান করেন। সন্দ্বীপে বিভিন্ন শ্রেণি-পেশাজীবীর ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায় মিল্টনের বেশ জনপ্রিয়তা আছে ।
আগামী সংসদ নির্বাচন বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এমপি হতে পারি আর না পারি, সন্দ্বীপের মানুষের কল্যাণে আমি সবসময়ই কাজ করেছি এবং ভবিষ্যতেও কাজ করে যেতে চাই।
তারিকুল আলম তেনজিং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতা। ছাত্রদলের মাধ্যমেই রাজনীতিতে হাতেখড়ি তার। ঢাকা মহানগর (উত্তর) স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন। ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের প্রশিক্ষণবিষয়ক সম্পাদক। আওয়ামী লীগ শাসনামলে তার বিরুদ্ধে ৩৬টি মামলা হয়েছে। এক বছর ছিলেন কারাগারে। ইতোমধ্যে তিনি সন্দ্বীপে তরুণ প্রজন্মের মনোযোগ আকর্ষণ করতে পেরেছেন। তৈরি করেছেন নিজের শক্ত অবস্থান।
জানতে চাইলে তিনি বলেন, আমি ছাত্ররাজনীতি থেকে উঠে এসেছি। বিগত সরকারের আমলে অনেক নির্যাতনের মুখোমুখি হলেও দেশের জনগণের সংগ্রামে প্রত্যক্ষভাবে জড়িত ছিলাম।
বিএনপির অন্য মনোনয়নপ্রত্যাশীরা হলেন মোস্তফা কামাল পাশা বাবুল, মেজর জেনারেল (অব.) চৌধুরী হাসান সারওয়ার্দী, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের, উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর ঠাকুর এবং আমেরিকা প্রবাসী আমজাদ হোসেন।
এদিকে নির্বাচনের আগে সন্দ্বীপবাসীর কাছে প্রতিশ্রুতির বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামীর আমির আলাউদ্দিন শিকদার বলেন, সন্দ্বীপের হারানো ভূমি পুনরুদ্ধারসহ জলবায়ু উদ্বাস্তু সমস্যার সমাধান এবং কর্মসংস্থানের প্রতি গুরুত্ব দিতে চাই। তাছাড়া সন্দ্বীপকে রোল মডেল হিসেবে হিসেবে বিশ্ব দরবারে পরিচয় করে দিতে চাই।
খালেদ / পোস্টকার্ড ;