‘বাংলাদেশে নব্য হায়েনার হিংস্রতায় মুক্তিযুদ্ধের চেতনা ক্ষত-বিক্ষত হচ্ছে, সেই ক্ষত সারিয়ে নবউদ্যমে বঙ্গবন্ধুর বাংলাদেশকে আবারো উন্নয়ন-অগ্রগতির পথে ফিরিয়ে আনতে আন্তর্জাতিক জনমত গ্রহণের পাশাপাশি প্রবাসীদেরকেও ঐক্যবদ্ধ করতে নিরন্তরভাবে কর্মরত’ ‘একাত্তরের প্রহরী ফাউন্ডেশন’র উপদেষ্টা ও কার্যকরী কমিটির তালিকা প্রকাশ করা হয়েছে।
স্বীকৃতি বড়ুয়া।
বীর মুক্তিযোদ্ধা এবং একুশে পদকপ্রাপ্ত লেখক-বিজ্ঞানী ড. নূরুন্নবীকে চেয়ারপার্সন এবং স্বীকৃতি বড়ুয়াকে সাধারণ সম্পাদক করে ঘোষিত কার্যকরী কমিটির অপর কর্মকর্তারা হলেন : ভাইস প্রেসিডেন্ট-তাজুল ইমাম, লুৎফুন্নাহার লতা, এ্যানী ফেরদৌস, আব্দুল কাদের মিয়া, মিনহাজ আহমেদ এবং ফকির ইলিয়াস, যুগ্ম সাধারণ সম্পাদক-গোপাল সান্যাল, কোষাধ্যক্ষ-সুতপা মন্ডল, সাংগঠনিক সম্পাদক-গোপন সাহা, যুগ্ম সাংগঠনিক সম্পাদক-মিল্টন আহমেদ, প্রচার সম্পাদক-আসলাম আহমেদ খান, সাংস্কৃতিক সম্পাদক-শারমিন নাহার নিরু, যুগ্ম সাংস্কৃতিক সম্পাদক-তাহরিনা পারভিন প্রীতি, তথ্য এবং চলচ্চিত্র বিষয়ক সম্পাদক-রওশনআরা নীপা, সাহিত্য সম্পাদক-স্মৃতি ভদ্র, তথ্য ও সামাজিক যোগাযোগ মাধ্যম বিষয়ক সম্পাদক জয়তুর্য চৌধুরী। নির্বাহী সদস্যরা হলেন : বীর মুক্তিযোদ্ধা ড. জিনাত নবী, জেড এইচ আরজু, ড. বিলকিস রহমান দোলা, মিশুক সেলিম, আরিফা রহমান রুমা, আবু সাঈদ রতন, ফারহানা ইলিয়াস তুলি, খালেদ শরফুদ্দিন, সাজনীন সীমন, স্বাধীন মজুমদার, মনিরা আকঞ্জি, সিসিলা মোর্যাল, শাহিদা সিকদার হাই, ঝুমা চৌধুরী, ইয়াকুব আলী মিতু, আব্দুল হামিদ এবং পঙ্কজ তালুকদার।
একাত্তরের প্রহরীর সহযোগিতায় বঙ্গবন্ধু বইমেলার উদ্বোধনী পর্ব। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।
উপদেষ্টা মন্ডলীর সদস্যরা হলেন : বেলাল বেগ, সিরু বাঙালি, রাফাতে চৌধুরী, মিথুন আহমেদ, ড. দীলিপ নাথ, রানা হাসান মাহমুদ, জাকারিয়া চৌধুরী, দস্তগীর জাহাঙ্গির, নুরুল আমিন বাবু, হাসানাল আব্দুল্লাহ এবং মঞ্জুর কাদের।
খালেদ / পোস্টকার্ড ;