গাউসিয়া কমিটি বাংলাদেশ, সলিমপুর ৭নং ওয়ার্ড, পশ্চিমপাড়া ফকিরহাট এর উদ্যোগে আজ রবিবার, ৬ জুলাই’২৫, ১০ মহররম , বাদে এশা হইতে ফকিরহাট পশ্চিম পাড়াস্থ হযরত ইমামে আজম (রা:) জামে মসজিদ প্রাংগনে আহলে বাইতে রাসূল ( দ.) স্মরণে ৩য় বারের মত সুলতানে কারবালা মাহফিলের আয়োজন করা হয়েছে।
উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট আলেমেদ্বীন, মুজাহিদে আহলে সুন্নাত, হযরতুলহাজ্ব মাওলানা মুহাম্মদ মুজিব উদ্দিন আল-কাদেরী । সহ সুপার, হযরত শাহছুফী মঈনুদ্দীন শাহ্ (রহ:) দাখিল মাদ্রাসা, ফিরোজশাহ্, পাহাড়তলী। খতিব, কাদেরীয়া তাহেরীয়া জামে মসজিদ। সহ সভাপতি, গাউসিয়া কমিটি বাংলাদেশ, সীতাকুণ্ড উপজেলা।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট শিক্ষাবিদ, সংগঠক, তরুণ আলেমেদ্বীন মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ আল জাবের আরবি মুদাররিস, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসা, চট্টগ্রাম। খতিব, উত্তর হালিশহর চৌধুরী পাড়া সাদেক আলী শাহ্ জামে মসজিদ।
সভায় সভাপতির আসন অলংকিত করবেন বিশিষ্ট শিক্ষাবিদ, সংগঠক, তরুণ আলেমেদ্বীন মাওলানা আবু মুহাম্মদ মুশফিক ইলাহী খতিব, হযরত ইমামে আজম (রা:) জামে মসজিদ, ফকিরহাট, দক্ষিণ সলিমপুর, সীতাকুণ্ড। শিক্ষক, ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজ, চট্টগ্রাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হাফেজ মুহাম্মদ মামুনুর রশিদ পেশ ইমাম, হযরত ইমামে আজম (রা:) জামে মসজিদ, ফকিরহাট, দক্ষিণ সলিমপুর।
মাহফিলে যোগদান করে আহলে বাইতে রাসূল ( দ.) এর মহব্বত অন্তরে ধারণ করে দু’জাহানের কামিয়াবি হাসিল করার আহ্বান জানান গাউসিয়া কমিটি বাংলাদেশ, সলিমপুর ৭নং ওয়ার্ড, পশ্চিমপাড়া ফকিরহাট নেতৃবৃন্দ ।
খালেদ / পোস্টকার্ড ;