উপজেলা কৃষি অফিসের আয়োজনে ২০২৪-২০২৫ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাত থেকে দেশী জাতের তালের চারা ব্যবহারের মাধ্যমে তাল গাছের চাষাবাদ বৃদ্ধি জন্য চারা সহায়তা প্রণোদনা কর্মসূচির আয়োজন করা হয়।
মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের আজমনগর কাজী বাড়ি রাস্তায় তাল গাছের চারা রোপণ করে অনুষ্ঠানের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করেন । এই সময় তিনি কৃষকের হাতে দেশী জাতের তাল গাছের চারা তুলে দেন ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মিনহাজ উদ্দিন টিটু সহ এলাকার কৃষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
এর আগে এক আলোচনায় মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রকৃতির ভারসাম্য রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে তাল গাছসহ বিভিন্ন উঁচু প্রজাতির গাছের গুরুত্ব ব্যাখ্যা করেন এবং সবাইকে এই জাতীয় বৃক্ষ রোপণে এগিয়ে আসার আহ্বান জানান।
সোমাইয়া আক্তার বলেন, তাল গাছ একদিকে যেমন বজ্রপাত থেকে রক্ষা করতে সহায়ক, অন্যদিকে পরিবেশের উষ্ণতা রোধেও এর গুরুত্ব অপরিসীম। এছাড়াও তালের রসে প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে, যা থেকে সহজেই এই ভিটামিনের ঘাটতি পূরণ করা যেতে পারে।
খালেদ / পোস্টকার্ড ;