Dhaka ১১:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সীতাকুণ্ড থেকে ছিনতাই হওয়া কার ৩দিন পর উদ্ধার

সীতাকুণ্ড থেকে ছিনতাই হওয়া কারটি উদ্ধার

চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে ছিনতাই হওয়া একটি প্রাইভেটকার তিন দিন পর উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ জুন) ভোরে সীতাকুণ্ডের জোড়ামতল এলাকা থেকে গাড়িটি উদ্ধার করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।
এর আগে বুধবার (১১ জুন) রাত ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের কুমিরায় কেএসআরএম রয়েল গেইট এলাকায় ছিনতাইকারীরা অস্ত্রের মুখে চালক রাজিব হোসেনকে জিম্মি করে প্রাইভেটকারটি নিয়ে যায়। এ সময় চালক ও যাত্রীদের সঙ্গে থাকা মোবাইল-টাকা লুট করে নেয় ছিনতাইকারীরা।

শনিবার (১৪ জুন) ভোরে ছিনতাই হওয়া এলাকার থেকে প্রায় ২০০ মিটার দক্ষিণ পশ্চিমে একটি পরিত্যক্ত ট্রাক ডিপোর পাশ থেকে প্রাইভেটকারটি উদ্ধার করে পুলিশ।

গাড়ি চালক ও মালিক রাজিব হোসেন বলেন, আমি প্রথমে আল্লাহর কাছে শুকরিয়া জানাই। সীতাকুণ্ড থানা পুলিশ অক্লান্ত পরিশ্রম করে আমার গাড়িটি উদ্ধার করেছেন। এই গাড়ি আমার পরিবার-পরিজনের রুটি রুজির ব্যবস্থা করে। বাড়ির জায়গা বন্ধক ও ব্যাংক লোন নিয়ে এই গাড়িটি আমি ক্রয় করছিলাম।

এ বিষয়ে জানতে চাইলে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, গত বুধবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে রয়েল গেট এলাকায় অস্ত্রের মুখে গাড়িটি ছিনতাই হয়। ভুক্তভোগী চালক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। আমরা রয়েল গেট এলাকার সিসিটিভি ফুটেজ ও মিরসরাইয়ের যাত্রী উঠার স্থানের ফুটেজ সংগ্রহে করি। শনিবার রাতে ঘোড়ামারা জোড়াআমতল এলাকায় অবস্থিত কেএসআরএম (রড তৈরির কারখানা) পরিত্যাক্ত গোডাউন থেকে গাড়িটি উদ্ধার করা হয়। এই বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ পরবর্তী গাড়িটি মালিকের কাছে হস্তান্তর করা হবে।

প্রসঙ্গত, গত বুধবার রাত ১০টার দিকে মিরসরাই সদর মহাসড়কের ওভার ব্রিজের নিচে যাত্রী ছাউনির সামনে থেকে ৪ জন যাত্রী ১৮ শত টাকা ভাড়ার চুক্তিতে সিটি গেট ওয়ালটন শোরুমের সামনে যাবে বলে প্রাইভেট কারটি (চট্টমেট্রো গ ১৩-১২৯৮) ভাড়া নেয়। চালক ও যাত্রী উভয়ে ভাড়া মেনে গাড়িতে উঠে গাড়ি চালাতে শুরু করেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশের রয়েল গেটস্থ এলাকা অতিক্রমকালে যাত্রী বেশে আসা ছিনতাইকারীরা প্রাইভেট কার চালকের গলায় ছুরি ধরে এবং গামছা দিয়ে মুখ বেঁধে মারধর শুরু করে। পরে চালকের মুখে গামছা বাঁধা অবস্থায় মহাসড়কের পাশে ফেলে দিয়ে গাড়িটি নিয়ে চলে যায়। এরপর ভুক্তভোগী চালক স্থানীয় লোকজনের সহযোগিতায় কোন রকম আহতাবস্থায় ঘটনাস্থল থেকে উঠে সীতাকুণ্ড মডেল থানায় গিয়ে একটি অভিযোগ দায়ের করেন।

খালেদ / পোস্টকার্ড ;

আপনার সামাজিক প্ল্যাটফর্ম এই পোস্ট শেয়ার করুন
লেখক তথ্য সম্পর্কে

জনপ্রিয় পোস্ট

আনোয়ারা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি নাবিদ ও সম্পাদক ফরহাদুল

সীতাকুণ্ড থেকে ছিনতাই হওয়া কার ৩দিন পর উদ্ধার

আপডেটের সময় : ০৪:৩১:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে ছিনতাই হওয়া একটি প্রাইভেটকার তিন দিন পর উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ জুন) ভোরে সীতাকুণ্ডের জোড়ামতল এলাকা থেকে গাড়িটি উদ্ধার করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।
এর আগে বুধবার (১১ জুন) রাত ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের কুমিরায় কেএসআরএম রয়েল গেইট এলাকায় ছিনতাইকারীরা অস্ত্রের মুখে চালক রাজিব হোসেনকে জিম্মি করে প্রাইভেটকারটি নিয়ে যায়। এ সময় চালক ও যাত্রীদের সঙ্গে থাকা মোবাইল-টাকা লুট করে নেয় ছিনতাইকারীরা।

শনিবার (১৪ জুন) ভোরে ছিনতাই হওয়া এলাকার থেকে প্রায় ২০০ মিটার দক্ষিণ পশ্চিমে একটি পরিত্যক্ত ট্রাক ডিপোর পাশ থেকে প্রাইভেটকারটি উদ্ধার করে পুলিশ।

গাড়ি চালক ও মালিক রাজিব হোসেন বলেন, আমি প্রথমে আল্লাহর কাছে শুকরিয়া জানাই। সীতাকুণ্ড থানা পুলিশ অক্লান্ত পরিশ্রম করে আমার গাড়িটি উদ্ধার করেছেন। এই গাড়ি আমার পরিবার-পরিজনের রুটি রুজির ব্যবস্থা করে। বাড়ির জায়গা বন্ধক ও ব্যাংক লোন নিয়ে এই গাড়িটি আমি ক্রয় করছিলাম।

এ বিষয়ে জানতে চাইলে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, গত বুধবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে রয়েল গেট এলাকায় অস্ত্রের মুখে গাড়িটি ছিনতাই হয়। ভুক্তভোগী চালক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। আমরা রয়েল গেট এলাকার সিসিটিভি ফুটেজ ও মিরসরাইয়ের যাত্রী উঠার স্থানের ফুটেজ সংগ্রহে করি। শনিবার রাতে ঘোড়ামারা জোড়াআমতল এলাকায় অবস্থিত কেএসআরএম (রড তৈরির কারখানা) পরিত্যাক্ত গোডাউন থেকে গাড়িটি উদ্ধার করা হয়। এই বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ পরবর্তী গাড়িটি মালিকের কাছে হস্তান্তর করা হবে।

প্রসঙ্গত, গত বুধবার রাত ১০টার দিকে মিরসরাই সদর মহাসড়কের ওভার ব্রিজের নিচে যাত্রী ছাউনির সামনে থেকে ৪ জন যাত্রী ১৮ শত টাকা ভাড়ার চুক্তিতে সিটি গেট ওয়ালটন শোরুমের সামনে যাবে বলে প্রাইভেট কারটি (চট্টমেট্রো গ ১৩-১২৯৮) ভাড়া নেয়। চালক ও যাত্রী উভয়ে ভাড়া মেনে গাড়িতে উঠে গাড়ি চালাতে শুরু করেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশের রয়েল গেটস্থ এলাকা অতিক্রমকালে যাত্রী বেশে আসা ছিনতাইকারীরা প্রাইভেট কার চালকের গলায় ছুরি ধরে এবং গামছা দিয়ে মুখ বেঁধে মারধর শুরু করে। পরে চালকের মুখে গামছা বাঁধা অবস্থায় মহাসড়কের পাশে ফেলে দিয়ে গাড়িটি নিয়ে চলে যায়। এরপর ভুক্তভোগী চালক স্থানীয় লোকজনের সহযোগিতায় কোন রকম আহতাবস্থায় ঘটনাস্থল থেকে উঠে সীতাকুণ্ড মডেল থানায় গিয়ে একটি অভিযোগ দায়ের করেন।

খালেদ / পোস্টকার্ড ;

আপনার সামাজিক প্ল্যাটফর্ম এই পোস্ট শেয়ার করুন