শনিবার (১৪ জুন) ভোরে ছিনতাই হওয়া এলাকার থেকে প্রায় ২০০ মিটার দক্ষিণ পশ্চিমে একটি পরিত্যক্ত ট্রাক ডিপোর পাশ থেকে প্রাইভেটকারটি উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে জানতে চাইলে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, গত বুধবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে রয়েল গেট এলাকায় অস্ত্রের মুখে গাড়িটি ছিনতাই হয়। ভুক্তভোগী চালক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। আমরা রয়েল গেট এলাকার সিসিটিভি ফুটেজ ও মিরসরাইয়ের যাত্রী উঠার স্থানের ফুটেজ সংগ্রহে করি। শনিবার রাতে ঘোড়ামারা জোড়াআমতল এলাকায় অবস্থিত কেএসআরএম (রড তৈরির কারখানা) পরিত্যাক্ত গোডাউন থেকে গাড়িটি উদ্ধার করা হয়। এই বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ পরবর্তী গাড়িটি মালিকের কাছে হস্তান্তর করা হবে।
প্রসঙ্গত, গত বুধবার রাত ১০টার দিকে মিরসরাই সদর মহাসড়কের ওভার ব্রিজের নিচে যাত্রী ছাউনির সামনে থেকে ৪ জন যাত্রী ১৮ শত টাকা ভাড়ার চুক্তিতে সিটি গেট ওয়ালটন শোরুমের সামনে যাবে বলে প্রাইভেট কারটি (চট্টমেট্রো গ ১৩-১২৯৮) ভাড়া নেয়। চালক ও যাত্রী উভয়ে ভাড়া মেনে গাড়িতে উঠে গাড়ি চালাতে শুরু করেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশের রয়েল গেটস্থ এলাকা অতিক্রমকালে যাত্রী বেশে আসা ছিনতাইকারীরা প্রাইভেট কার চালকের গলায় ছুরি ধরে এবং গামছা দিয়ে মুখ বেঁধে মারধর শুরু করে। পরে চালকের মুখে গামছা বাঁধা অবস্থায় মহাসড়কের পাশে ফেলে দিয়ে গাড়িটি নিয়ে চলে যায়। এরপর ভুক্তভোগী চালক স্থানীয় লোকজনের সহযোগিতায় কোন রকম আহতাবস্থায় ঘটনাস্থল থেকে উঠে সীতাকুণ্ড মডেল থানায় গিয়ে একটি অভিযোগ দায়ের করেন।
খালেদ / পোস্টকার্ড ;