‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি নিজের জমি সুরক্ষিত রাখি” এই প্রতিপাদ্যে সীতাকুণ্ড উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যাবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় ৩ দিন ব্যাপী ভূমি মেলা ২০২৫ আয়োজন করা করেছে।
রোববার (২৫ মে) সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ফখরুল ইসলাম। এর আগে একটি বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়।
র্যালীতে উপজেলা বিভিন্ন দপ্তরের সকল কর্মকর্তাসহ জনসাধারণ অংশ নেন। তিনদিন ব্যাপী ভূমি মেলায় রয়েছে ই-নামজারি, মিসমামলা, অর্পিত সম্পত্তি ও এলডি ট্যাক্স বিষয়ক চারটি সেবা বুথ স্থাপন করা হয়েছে। যেখানে উপস্থিত সেবাপ্রার্থীরা দিনব্যাপী তাৎক্ষণিক সেবা ও সমস্যার সমাধান পাবেন। সঙ্গে রয়েছে ‘সেবা বুথ’ ও সার্বক্ষণিক গণশুনানির ব্যবস্থা, যেখানে সেবাগ্রহিতারা সরাসরি অভিযোগ ও সমস্যার কথা জানাতে পারবেন এবং দ্রুত সমাধান লাভ করবেন।
এছাড়া বড় পর্দায় ভূমি মন্ত্রণালয় প্রদত্ত ভূমি সংক্রান্ত ডকুমেন্টারি ও সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী, ভূমি সেবা বিষয়ে কুইজ প্রতিযোগিতাসহ রয়েছে গণসচেতনতামূলক অনুষ্ঠান ও বিভিন্ন প্রদর্শনী। সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময়- সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “ভূমি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে ভূমি মন্ত্রণালয় ইতোমধ্যে সব ধরনের সেবা অটোমোশনের মধ্যে নিয়ে গেছে। জনগণ চাইলে নিজের ঘরে বসে নিজেই ভূমি সংক্রান্ত সব কাজ করতে পারবে। আপনাদের অনেক সময় না জানার কারণে সমস্যার সম্মুখীন হতে হয়। এজন্য আমাদের কাছে এলে সমস্যার সমাধান জানতে পারবেন।”
প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ফখরুল ইসলাম তার বক্ত্যবে বলেন, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য রেজিস্ট্রেশন সংক্রান্ত কার্যক্রম, ভূমি উন্নয়ন কর অনলাইনে গ্রহণ, ই-নামজারির আবেদন গ্রহণের পাশাপাশি ভূমি সেবা বুথ স্থাপন, অনলাইন সেবার জন্য রেজিস্ট্রেশন, বিভিন্ন আবেদন আপলোড করা ও ভূমি উন্নয়ন করের দাখিলা প্রিন্ট করে ভূমি মালিকদের সরবরাহের ব্যবস্থা, আগত সেবা প্রার্থীগণের ভূমি ও ভূমি সেবা বিষয়ক অভিযোগ শুনানির ব্যবস্থা করা হয়েছে।
তিনি বলেন, ভূমি সংক্রান্ত যেকোনো সেবায় নাগরিকদের আধুনিক প্রযুক্তিনির্ভর, জনবান্ধব ভূমি সেবা প্রদানের লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী জেলা ও উপজেলা পর্যায়ে এই ভূমি মেলা উদযাপিত হচ্ছে।
খালেদ / পোস্টকার্ড ;