Dhaka ১১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

সীতাকুণ্ড বঙ্গোপসাগরে বন্ধুর সাথে গোসলে নেমে তলিয়ে গেল কিশোর

বাঁশবাড়িয়া ফেরিঘাটে সাগরে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ

বন্ধুর সাথে বঙ্গোপসাগরে গোসলে নেমে সীতাকুণ্ডে স্রোতের টানে সিফাত (১৭) নামের এক কিশোর তলিয়ে গেছে। তিনি সড়ক সংস্কার কাজের নির্মাণ শ্রমিক বলে জানা গেছে ।

আজ শনিবার ( ১৭ মে ) বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ সিফাত কক্সবাজার জেলার উখিয়া থানার সেফট আলী এলাকার আমান উল্ল্যার পুত্র।

এদিকে এই ঘটনার পর শনিবার সন্ধ্যায় কুমিরা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে এবং দ্রুত সমুদ্রে তলিয়ে যাওয়া ওই শ্রমিককে উদ্ধারে কাজ শুরু করেন। তবে দীর্ঘ পাঁচ ঘন্টা পেরিয়ে গেলেও এখনো তাকে উদ্ধার করা যায়নি ।

সিফাতের বন্ধু মোবারক জানান, সড়কের কাজ শেষে বিকেল ৩ টায় দুই বন্ধু বাঁশবাড়িয়া ফেরিঘাট সংলগ্ন বঙ্গোপসাগরের সন্দীপ চ্যানেলে গোসল করতে নামেন। এই সময় সিফাত সাঁতরে সাগরে থাকা ফেরিতে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু কিছুদূর যাওয়ার পর তীব্র স্রোতের মুখে পড়েন সিফাত। এই সময় তাকে বাঁচানোর আকুতি জানানোর পাশাপাশি রশি নিয়ে আসতে অনুরোধ জানান। মোবারক দৌঁড়ে উপরে উঠে রশি নিয়ে ফের সাগরে ঝাঁপিয়ে পড়েন। কিন্তু ততক্ষণে স্রোতের টানে সাগরে তলিয়ে যান সিফাত। এ ঘটনার পর তাকে উদ্ধারে ফেরি ঘাটে থাকা লোকজনের কাছে তিনি সহায়তা চান। এ সময় উপস্থিত লোকজন সমুদ্রে তলিয়ে যাওয়া সিফাতকে উদ্ধারে ব্যাপক চেষ্টা করেন। কিন্তু তার খোঁজ না পেয়ে পরে তারা বিষয়টি থানা পুলিশ ও কুমিরা ফায়ার সার্ভিসকে জানান।

কুমিরা ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. ফিরোজ জানান, স্রোতের টানে সমুদ্রে তলিয়ে যাওয়া ওই কিশোরকে উদ্ধারে তারা তৎপরতা চালিয়ে যাচ্ছেন। তাদের সাথে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের একদল ডুবুরিও কাজ করছেন। তবে এখনো তার কোন সন্ধান পাওয়া যায়নি বলে জানান তিনি ।

খালেদ / পোস্টকার্ড

আপনার সামাজিক প্ল্যাটফর্ম এই পোস্ট শেয়ার করুন
লেখক তথ্য সম্পর্কে

জনপ্রিয় পোস্ট

আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ইশরাককে শপথ পড়ানো যাবে না: রিটকারীর আইনজীবী

সীতাকুণ্ড বঙ্গোপসাগরে বন্ধুর সাথে গোসলে নেমে তলিয়ে গেল কিশোর

আপডেটের সময় : ০৩:৫৪:০১ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫

বন্ধুর সাথে বঙ্গোপসাগরে গোসলে নেমে সীতাকুণ্ডে স্রোতের টানে সিফাত (১৭) নামের এক কিশোর তলিয়ে গেছে। তিনি সড়ক সংস্কার কাজের নির্মাণ শ্রমিক বলে জানা গেছে ।

আজ শনিবার ( ১৭ মে ) বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ সিফাত কক্সবাজার জেলার উখিয়া থানার সেফট আলী এলাকার আমান উল্ল্যার পুত্র।

এদিকে এই ঘটনার পর শনিবার সন্ধ্যায় কুমিরা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে এবং দ্রুত সমুদ্রে তলিয়ে যাওয়া ওই শ্রমিককে উদ্ধারে কাজ শুরু করেন। তবে দীর্ঘ পাঁচ ঘন্টা পেরিয়ে গেলেও এখনো তাকে উদ্ধার করা যায়নি ।

সিফাতের বন্ধু মোবারক জানান, সড়কের কাজ শেষে বিকেল ৩ টায় দুই বন্ধু বাঁশবাড়িয়া ফেরিঘাট সংলগ্ন বঙ্গোপসাগরের সন্দীপ চ্যানেলে গোসল করতে নামেন। এই সময় সিফাত সাঁতরে সাগরে থাকা ফেরিতে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু কিছুদূর যাওয়ার পর তীব্র স্রোতের মুখে পড়েন সিফাত। এই সময় তাকে বাঁচানোর আকুতি জানানোর পাশাপাশি রশি নিয়ে আসতে অনুরোধ জানান। মোবারক দৌঁড়ে উপরে উঠে রশি নিয়ে ফের সাগরে ঝাঁপিয়ে পড়েন। কিন্তু ততক্ষণে স্রোতের টানে সাগরে তলিয়ে যান সিফাত। এ ঘটনার পর তাকে উদ্ধারে ফেরি ঘাটে থাকা লোকজনের কাছে তিনি সহায়তা চান। এ সময় উপস্থিত লোকজন সমুদ্রে তলিয়ে যাওয়া সিফাতকে উদ্ধারে ব্যাপক চেষ্টা করেন। কিন্তু তার খোঁজ না পেয়ে পরে তারা বিষয়টি থানা পুলিশ ও কুমিরা ফায়ার সার্ভিসকে জানান।

কুমিরা ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. ফিরোজ জানান, স্রোতের টানে সমুদ্রে তলিয়ে যাওয়া ওই কিশোরকে উদ্ধারে তারা তৎপরতা চালিয়ে যাচ্ছেন। তাদের সাথে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের একদল ডুবুরিও কাজ করছেন। তবে এখনো তার কোন সন্ধান পাওয়া যায়নি বলে জানান তিনি ।

খালেদ / পোস্টকার্ড

আপনার সামাজিক প্ল্যাটফর্ম এই পোস্ট শেয়ার করুন