চট্টগ্রামের খুলশী থেকে ৬ লক্ষ টাকা মূল্যের একটি চোরাই সিএনজিসহ ঘটনার সাথে জড়িত ২ জনকে গ্রেপ্তার করেছে সীতাকুণ্ড থানা পুলিশ।
মঙ্গলবার (১৩ মে) খুলশী থানাস্থ ওয়ারলেস সেগুনবাগানের হান্নানের গ্যারেজ থেকে সিএনজিটি উদ্ধার করে জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিরা হলেন মো. হান্নান (২৬) ও রাজু চৌধুরী (৩৩)।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকা থেকে সিএনজিটি চুরি হয়। পরবর্তীতে সিএনজির মালিক শ্রীরাম চন্দ্র নাথ বাদী হয়ে সীতাকুণ্ড থানায় একটি চুরির মামলা দায়ের করেন। সেই মামলার তদন্তে নেমে খুলশীর একটি গ্যারেজ থেকে সিএনজিটি উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে চুরি আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা শেষে তাদের কারাগারে পাঠানো হয়েছে ।
খালেদ / পোস্টকার্ড ;