Dhaka ১২:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

জামিনে থাকায় তামান্নাকে ছেড়ে দিল বাকলিয়া, অন্য মামলায় বায়েজিদ থানার হেফাজতে

জামিনে থাকায় তামান্নাকে ছেড়ে দিল বাকলিয়া, অন্য মামলায় বায়েজিদ থানার হেফাজতে

জামিনে থাকায় জোড়া খুনের মামলার আসামি সন্ত্রাসী ছোট সাজ্জাদের স্ত্রী তামান্না শারমিনকে ছেড়ে দিয়েছে বাকলিয়া থানা পুলিশ। তবে তাকে অন্য একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল রোববার হেফাজতে নিয়েছে বায়েজিদ থানা পুলিশ।

এর আগে শনিবার রাত সাড়ে ১০টার দিকে চান্দগাঁও থানার বহদ্দারহাট বারইপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তামান্না বাকলিয়া থানার জোড়া খুনের মামলার এজাহারনামীয় ২ নম্বর আসামি। গ্রেপ্তারের পর বাকলিয়া থানার ওসি ইখতিয়ার উদ্দিন জানান, জোড়া খুনের মামলায় তামান্নাকে রোববার আদালতে পাঠানো হয়েছে।

এদিকে শনিবার রাতে গ্রেপ্তারের সময় তামান্না জোড়া খুনের মামলায় উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষে নিম্ন আদালতে আত্মসমর্পণ করার দাবি করলেও এ সংক্রান্ত কাগজপত্র দেখাতে পারেননি। তবে গতকাল সকালে তার আইনজীবী এ সংক্রান্ত কাগজপত্র নিয়ে আসেন বলে জানান ওসি।

তিনি সাংবাদিকদের বলেন, তামান্নার আইনজীবী জামিনে থাকার কাগজপত্র দেখালে যাচাই–বাছাই শেষে তাকে ছেড়ে দেওয়া হয়। তবে তার বিরুদ্ধে একটি আটকাদেশ থাকায় তাকে ভিন্ন একটি থানা (বায়েজিদ) পুলিশ পরে হেফাজতে নেয়।

বায়েজিদ থানা সূত্রে জানা গেছে, তামান্নার বিরুদ্ধে বায়েজিদ থানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩০ দিনের আটকাদেশ থাকায় তাকে হেফাজতে নেওয়া হয়েছে।

উল্লেখ্য, তামান্না শারমিন চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায় ত্রাস সৃষ্টিকারী সন্ত্রাসী মো. সাজ্জাদ হোসেন প্রকাশ ছোট সাজ্জাদের স্ত্রী। স্বামীর কার্যকলাপকে কেন্দ্র করে চট্টগ্রামসহ সারা দেশে বেশ কিছুদিন ধরে আলোচিত তিনি। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে স্বামীর গ্রেপ্তারসহ নানা বিষয়ে কথা বলে আলোচিত হয়েছেন। স্বামী ছোট সাজ্জাদকে যখন পুলিশ গ্রেপ্তার করে তখন তিনি ফেসবুক লাইভে এসে বলেন, কাড়ি কাড়ি টাকা খরচ করে স্বামীকে বের করে আনবেন।

খালেদ / পোস্টকার্ড  ;

আপনার সামাজিক প্ল্যাটফর্ম এই পোস্ট শেয়ার করুন
লেখক তথ্য সম্পর্কে

জনপ্রিয় পোস্ট

আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ইশরাককে শপথ পড়ানো যাবে না: রিটকারীর আইনজীবী

জামিনে থাকায় তামান্নাকে ছেড়ে দিল বাকলিয়া, অন্য মামলায় বায়েজিদ থানার হেফাজতে

আপডেটের সময় : ০২:৫২:২০ পূর্বাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫

জামিনে থাকায় জোড়া খুনের মামলার আসামি সন্ত্রাসী ছোট সাজ্জাদের স্ত্রী তামান্না শারমিনকে ছেড়ে দিয়েছে বাকলিয়া থানা পুলিশ। তবে তাকে অন্য একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল রোববার হেফাজতে নিয়েছে বায়েজিদ থানা পুলিশ।

এর আগে শনিবার রাত সাড়ে ১০টার দিকে চান্দগাঁও থানার বহদ্দারহাট বারইপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তামান্না বাকলিয়া থানার জোড়া খুনের মামলার এজাহারনামীয় ২ নম্বর আসামি। গ্রেপ্তারের পর বাকলিয়া থানার ওসি ইখতিয়ার উদ্দিন জানান, জোড়া খুনের মামলায় তামান্নাকে রোববার আদালতে পাঠানো হয়েছে।

এদিকে শনিবার রাতে গ্রেপ্তারের সময় তামান্না জোড়া খুনের মামলায় উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষে নিম্ন আদালতে আত্মসমর্পণ করার দাবি করলেও এ সংক্রান্ত কাগজপত্র দেখাতে পারেননি। তবে গতকাল সকালে তার আইনজীবী এ সংক্রান্ত কাগজপত্র নিয়ে আসেন বলে জানান ওসি।

তিনি সাংবাদিকদের বলেন, তামান্নার আইনজীবী জামিনে থাকার কাগজপত্র দেখালে যাচাই–বাছাই শেষে তাকে ছেড়ে দেওয়া হয়। তবে তার বিরুদ্ধে একটি আটকাদেশ থাকায় তাকে ভিন্ন একটি থানা (বায়েজিদ) পুলিশ পরে হেফাজতে নেয়।

বায়েজিদ থানা সূত্রে জানা গেছে, তামান্নার বিরুদ্ধে বায়েজিদ থানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩০ দিনের আটকাদেশ থাকায় তাকে হেফাজতে নেওয়া হয়েছে।

উল্লেখ্য, তামান্না শারমিন চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায় ত্রাস সৃষ্টিকারী সন্ত্রাসী মো. সাজ্জাদ হোসেন প্রকাশ ছোট সাজ্জাদের স্ত্রী। স্বামীর কার্যকলাপকে কেন্দ্র করে চট্টগ্রামসহ সারা দেশে বেশ কিছুদিন ধরে আলোচিত তিনি। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে স্বামীর গ্রেপ্তারসহ নানা বিষয়ে কথা বলে আলোচিত হয়েছেন। স্বামী ছোট সাজ্জাদকে যখন পুলিশ গ্রেপ্তার করে তখন তিনি ফেসবুক লাইভে এসে বলেন, কাড়ি কাড়ি টাকা খরচ করে স্বামীকে বের করে আনবেন।

খালেদ / পোস্টকার্ড  ;

আপনার সামাজিক প্ল্যাটফর্ম এই পোস্ট শেয়ার করুন