Dhaka ০৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

মমতাজ গ্রেপ্তার

  • ঢাকা অফিস ।।
  • আপডেটের সময় : ০৬:২১:৪৭ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
  • ৩৪ টাইম ভিউ

মমতাজ গ্রেপ্তার

মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সোমবার দিবাগত রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাকে গ্রেপ্তার করে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।

মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (১২ মে) রাত পৌনে ১২টার সময় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তালেবুর রহমান জানান, রাজধানীর ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে মমতাজ বেগমকে গ্রেফতার করা হয়। সেখান থেকে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, সাবেক এই এমপির বিরুদ্ধে খুনের মামলাসহ একাধিক মামলা রয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি।

উল্লেখ্য, মমতাজ বেগম ২০০৯-২০১৩ সাল পর্যন্ত সংরক্ষিত মহিলা আসনের এমপি ছিলেন। ২০১৪ ও ২০১৮ সালে মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। তবে, ২০২৪ সালের নির্বাচনে মানিকগঞ্জ-২ (সিঙ্গাইর, হরিরামপুর ও সদরের একাংশ) আসনে স্বতন্ত্র প্রার্থী (ট্রাক প্রতীক) দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কাছে হেরে যান কণ্ঠশিল্পী মমতাজ বেগম।

তবে, এমপি থাকা অবস্থায় তার স্বেচ্ছাচারী কার্যক্রম, লুটপাট ও অনিয়ম নিয়ে প্রায়ই আলোচনায় এসেছেন। ২০২১ সালে তিনি ভারতের তামিলনাড়ুর গ্লোবাল হিউম্যান পিস ইউনিভার্সিটি থেকে একটি ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। যা নিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েছিলেন।

খালেদ / পোস্টকার্ড ;

আপনার সামাজিক প্ল্যাটফর্ম এই পোস্ট শেয়ার করুন
লেখক তথ্য সম্পর্কে

জনপ্রিয় পোস্ট

আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ইশরাককে শপথ পড়ানো যাবে না: রিটকারীর আইনজীবী

মমতাজ গ্রেপ্তার

আপডেটের সময় : ০৬:২১:৪৭ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫

মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সোমবার দিবাগত রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাকে গ্রেপ্তার করে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।

মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (১২ মে) রাত পৌনে ১২টার সময় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তালেবুর রহমান জানান, রাজধানীর ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে মমতাজ বেগমকে গ্রেফতার করা হয়। সেখান থেকে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, সাবেক এই এমপির বিরুদ্ধে খুনের মামলাসহ একাধিক মামলা রয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি।

উল্লেখ্য, মমতাজ বেগম ২০০৯-২০১৩ সাল পর্যন্ত সংরক্ষিত মহিলা আসনের এমপি ছিলেন। ২০১৪ ও ২০১৮ সালে মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। তবে, ২০২৪ সালের নির্বাচনে মানিকগঞ্জ-২ (সিঙ্গাইর, হরিরামপুর ও সদরের একাংশ) আসনে স্বতন্ত্র প্রার্থী (ট্রাক প্রতীক) দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কাছে হেরে যান কণ্ঠশিল্পী মমতাজ বেগম।

তবে, এমপি থাকা অবস্থায় তার স্বেচ্ছাচারী কার্যক্রম, লুটপাট ও অনিয়ম নিয়ে প্রায়ই আলোচনায় এসেছেন। ২০২১ সালে তিনি ভারতের তামিলনাড়ুর গ্লোবাল হিউম্যান পিস ইউনিভার্সিটি থেকে একটি ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। যা নিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েছিলেন।

খালেদ / পোস্টকার্ড ;

আপনার সামাজিক প্ল্যাটফর্ম এই পোস্ট শেয়ার করুন