পৃথক সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের সীতাকুণ্ডে নৈশ প্রহরীসহ দুইব্যক্তি মারা গেছেন । রবিবার (১১ মে) ভোর সাড়ে ৬টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারি বিএম গেট সংলগ্ন (বানুর বাজার) এলাকায় ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার সৈয়দপুর ইউনিয়নের পূর্ব সৈয়দপুর এলাকার মৃত কামাল উদ্দিনের ছেলে নৈশ প্রহরী মো. হাসান (৪৫) ও ট্রাক চালকের সহকারী মো. সৈকত (২৬)।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায় , আজ রবিবার সকালে মহাসড়কের পাশের খালে ময়লা ফেলে ফেরার সময় ঢাকামুখী একটি অজ্ঞাতনামা গাড়ির নিচে চাপা পড়েন নৈশ প্রহরী হাসান ছিটকে পড়ে এবং এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অন্যদিকে, শনিবার রাতে ঢাকামুখী একটি কাভার্ডভ্যান সামনে থাকা একটি ট্রাকের পেছনে সজোর ধাক্কা দেয়। এতে চালকের সহকারী ছিটকে সড়কে পড়ে ওই কাভার্ডভ্যানের চাপায় পিষ্ট হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কিন্তু তার অবস্থা সংকটাপন্ন হওয়াই চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর আজ ভোরে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোমিন বলেন , ভোরে অজ্ঞাত গাড়ির নিচে চাপা পড়ে মারা যান ওই নৈশ প্রহরী। দুর্ঘটনা পরবর্তীতে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
তাছাড়া ট্রাকচালকের সহকারীর মৃত্যু বিষয়ে কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. জাহাঙ্গীর আলম জানান, ময়নাতদন্তের জন্য ট্রাকচালকের সহকারীর মরদেহ চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি ।