একটি মালবাহী ট্রেনের তিনটি বগি সীতাকুণ্ডে লাইনচ্যুত হওয়ায় ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার উপজেলার কুমিরা ইউনিয়ন এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে, কুমিরা রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ লোকমান খান বলেন, ঢাকামুখী একটি মালবাহী ট্রেন কুমিরা এলাকা অতিক্রমকালে হঠাৎ করে তিনটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এরপর একই রাত ১টার দিকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে আসা উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত বগি তিনটি উদ্ধার করে। মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুতের কারণে আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ ছিলো। তবে রাতে কোন ট্রেন চলাচলে কোন সমস্যা হয়নি। বিকেল ৩ টার পর থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে চট্টগ্রাম চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি মোঃ শহীদুল ইসলাম বলেন, বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। হঠাৎ করে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে যায়। এতে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি ।
খালেদ / পোস্টকার্ড ;