ট্রাকের চাকায় পিষ্ট হয়ে চট্টগ্রামের সন্দ্বীপে মোঃ মুন্না (৫) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে সন্দ্বীপ পৌরসভা ৮ নং ওয়ার্ড কালামিয়া সর্দার বাড়ির প্রবাসী রফিক এর পুত্র।
সোমবার( ২৮ এপ্রিল) দুপুর সাড়ে বারোটার দিকে গুপ্তছড়া মহাসড়কের সেনের হাটে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা আরো জানান, বেলা সাড়ে বারোটায় নিহত শিশুর মা সেনের হাটে জেবি জুয়েলার্সের দোকানে ব্যবসায়ীর সাথে কথা বলছিলেন । এ সময় শিশুু হাতে থাকা পানির বোতল গড়িয়ে রাস্তায় চলে গেলে সেটি আনতে শিশুর রাস্তা পর্যন্ত বের হলে পূর্ব দিক থেকে বালু বোঝায় ট্রাক শিশুকে পিষ্ট করলে সাথে সাথে মাথা থেতলে মৃত্যু বরণ করে । এ সময় উত্তেজিত জনতা ঘাতক ট্রাকসহ চালককে আটক করে।
সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ একেএম সফিকুল আলম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশু দুর্ঘটনায় খবর পেয়ে ঐ স্থানে ছুটে যাই । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহত শিশু মুন্নার দেহের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরির পর ট্রাক ও চালকসহ লাশ থানায় নিয়ে আসা হয়। থানায় মামলা প্রক্রিয়াধীন। ঘাতক চালক কে আটক করা হয়েছে বলে জানান তিনি ।
খালেদ / পোস্টকার্ড ;