নিষেধাজ্ঞা উপেক্ষা করে সাগরে মাছ ধরার দায়ে চট্টগ্রামের সীতাকুণ্ডে ৩০ হাজার মিটার চরঘেরা জাল জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত জালগুলো সাগর পাড়ে এনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলা মৎস্য অধিদপ্তর ও কোস্টগার্ডের যৌথ উদ্যোগে সন্দ্বীপ চ্যানেলে এই অভিযান চালানো হয়। অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরী, কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মো. মনিরুল ইসলাম, উপজেলা মৎস্য দপ্তরের এনুমেরেটর রুবেল দাস প্রমুখ।
উপজেলা মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন চৌধুরী বলেন, ৫৮ দিন বঙ্গোপসাগরে সকল প্রকার যান্ত্রিক অযান্ত্রিক মৎস্য নৌযান দ্বারা সকল প্রকার মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। নিষেধাজ্ঞাকালে তা উপেক্ষা করে সাগরে মাছ ধরার সময় ৩০ হাজার মিটার চরঘেরা জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জালগুলো সাগর পাড়ে এনে জনসম্মুখক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়।
খালেদ / পোস্টকার্ড ;