Dhaka ১১:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

হজ ফ্লাইট শুরু মঙ্গলবার, ৩১ মে পর্যন্ত চলবে

  • ইসলাম ডেস্ক ।।
  • আপডেটের সময় : ০৬:১৪:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
  • ২৬ টাইম ভিউ

হজ ফ্লাইট শুরু মঙ্গলবার, ৩১ মে পর্যন্ত চলবে

আগামী মঙ্গলবার (২৯ এপ্রিল) থেকে চলতি বছরের হজ ফ্লাইট শুরু হচ্ছে। প্রথম দিনই সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়বেন ৪১৯ জন হজযাত্রী। প্রথম ফ্লাইট রাত ২টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করবে।

প্রথম ফ্লাইটের উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

এ বছর ৮৭ হাজার ১০০ জন হজ পালন করতে সৌদি আরবে যাচ্ছেন। সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ জন এবং বাকি ৮১ হাজার ৯০০ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাচ্ছেন।

সুষ্ঠুভাবে হজ ব্যবস্থাপনার জন্য এ বছর ১১২ জন সরকারি গাইড ও ১ হাজার ৭৪৩ জন বেসরকারি গাইড নিযুক্ত থাকবেন। হজযাত্রীদের সহায়তায় থাকবেন ৭০ জন মোয়াল্লেম।

৩১ মে পর্যন্ত হজের ফ্লাইট চলবে। ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন এবং শেষ হবে ১০ জুলাই।

এবার নির্বিঘ্ন হজযাত্রার ফ্লাইট পরিচালনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১১৮টি, সাউদিয়া ৮০টি এবং নাস এয়ার ৩৪টি ফ্লাইট পরিচালনা করবে। ফিরতি যাত্রায় বিমান পরিচালিত হবে বিমান বাংলাদেশের ১০৯টি, সাউদিয়ার ৭৯টি ও নাসের ৩৪টি ফ্লাইটে।

প্রসঙ্গত, হিজরি ১৪৪৬ সনের ৯ জিলহজ, অর্থাৎ চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৪ বা ৫ জুন ২০২৫ তারিখে পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

খালেদ / পোস্টকার্ড ;

আপনার সামাজিক প্ল্যাটফর্ম এই পোস্ট শেয়ার করুন
লেখক তথ্য সম্পর্কে

জনপ্রিয় পোস্ট

জাতীয় নির্বাচন ডিসেম্বরের মধ্যেই হওয়া উচিত: সেনাপ্রধান

হজ ফ্লাইট শুরু মঙ্গলবার, ৩১ মে পর্যন্ত চলবে

আপডেটের সময় : ০৬:১৪:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

আগামী মঙ্গলবার (২৯ এপ্রিল) থেকে চলতি বছরের হজ ফ্লাইট শুরু হচ্ছে। প্রথম দিনই সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়বেন ৪১৯ জন হজযাত্রী। প্রথম ফ্লাইট রাত ২টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করবে।

প্রথম ফ্লাইটের উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

এ বছর ৮৭ হাজার ১০০ জন হজ পালন করতে সৌদি আরবে যাচ্ছেন। সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ জন এবং বাকি ৮১ হাজার ৯০০ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাচ্ছেন।

সুষ্ঠুভাবে হজ ব্যবস্থাপনার জন্য এ বছর ১১২ জন সরকারি গাইড ও ১ হাজার ৭৪৩ জন বেসরকারি গাইড নিযুক্ত থাকবেন। হজযাত্রীদের সহায়তায় থাকবেন ৭০ জন মোয়াল্লেম।

৩১ মে পর্যন্ত হজের ফ্লাইট চলবে। ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন এবং শেষ হবে ১০ জুলাই।

এবার নির্বিঘ্ন হজযাত্রার ফ্লাইট পরিচালনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১১৮টি, সাউদিয়া ৮০টি এবং নাস এয়ার ৩৪টি ফ্লাইট পরিচালনা করবে। ফিরতি যাত্রায় বিমান পরিচালিত হবে বিমান বাংলাদেশের ১০৯টি, সাউদিয়ার ৭৯টি ও নাসের ৩৪টি ফ্লাইটে।

প্রসঙ্গত, হিজরি ১৪৪৬ সনের ৯ জিলহজ, অর্থাৎ চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৪ বা ৫ জুন ২০২৫ তারিখে পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

খালেদ / পোস্টকার্ড ;

আপনার সামাজিক প্ল্যাটফর্ম এই পোস্ট শেয়ার করুন