Dhaka ০৬:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে বিয়ে করতে আসা ভারতীয় নাগরিকের বাল্যবিবাহ পণ্ড, দ্রুত দেশ ত্যাগের নির্দেশ

সীতাকুণ্ডে বিয়ে করতে আসা ভারতীয় নাগরিকের বাল্যবিবাহ পণ্ড, দ্রুত দেশ ত্যাগের নির্দেশ

সীতাকুণ্ডে ১৪ বছরের এক কিশোরীকে ভারতীয় নাগরিক বিয়ে করতে এলে ভ্রাম্যমাণ আদালত বিয়ের আয়োজনকারীকে ৪০ হাজার টাকা জরিমানা করেন এবং ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে বরকে (ভারতীয় নাগরিক) দেশ ত্যাগ করতে বলা হয়েছে ।

মঙ্গলবার (২২ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে সীতাকুণ্ড উপজেলার দক্ষিণ বাঁশবাড়িয়া এলাকার (বাদামতল) পশ্চিম পাশে অরুণ বাবুর খোলা নামক বাড়িতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।

স্থানীয় সূত্রে জানা যায় , বর সেজে বিয়ের পিঁড়িতে বসেছেন সুশান্ত নাথ নামের এক যুবক। আর তিনি একজন ভারতীয় নাগরিক। ওই ভারতীয় যুবক গত ১৬ এপ্রিল বেড়াতে এসেছিলেন বাংলাদেশে। তিনি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার দক্ষিণ বাঁশবাড়িয়া এলাকায় দীপালি বালা নাথ নামের তার ফুফুর বাড়িতে এসে ওঠেন । এরই মধ্যে ওই ভারতীয় যুবকের সঙ্গে বিয়ে ঠিক করা হয় নবম শ্রেণির এক ছাত্রীর। শুরু হয় বিয়ের আনুষ্ঠানিকতাও। এমন বাল্যবিবাহের খবরে ঘটনাস্থলে উপস্থিত হন ম্যাজিস্ট্রেট।

বিয়ের পিঁড়িতে বসা ওই তরুণীর নাম শান্তা নাথ (১৪)। তার পরিবার দক্ষিণ বাঁশবাড়িয়া এলাকায় । অন্যদিকে ভারতীয় নাগরিক ওই যুবকের নাম সুশান্ত নাথ (২৭)। তিনি ভারতের কলকাতার বাসিন্দা। তার পাসপোর্ট অনুযায়ী তিনি এক মাসের জন্য বাংলাদেশে ভ্রমণে এসেছিলেন।

ভ্রাম্যমাণ অভিযান সূত্রে জানা গেছে, এ সময় নবম শ্রেণির শিক্ষার্থী শান্তা নাথ নামের এক তরুণীকে ভারতীয় এক যুবকের সঙ্গে বিয়ে দেওয়ার সময় হাতেনাতে ধরা হয়। ওই ভারতীয় যুবক এক মাসের জন্য বাংলাদেশে বেড়াতে এসেছিলেন তার আত্মীয়ের বাড়িতে। তার পাসপোর্ট ও ভিসা দেখে তাকে ভারতীয় নাগরিক হিসেবে শনাক্ত করা হয়।

এ বিয়ের আয়োজন ও তত্ত্বাবধানের অপরাধে অভিযুক্ত দীপালি বালা নাথকে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭-এর সংশ্লিষ্ট ধারায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন বলেন, কলকাতার নদীয়া শান্তিনগর এলাকা থেকে বাংলাদেশে আসা ভারতীয় বংশদূত যুবক সুশান্ত নাথের সাথে সীতাকুণ্ডের মধ্য বাঁশবাড়িয়ার অরুন বাবুর খোলার বাসিন্দা লক্ষণ নাথের কন্যা শান্তা নাথের (১৪ বছর ১১ মাস) বিয়ের আয়োজন চলছিল। লগ্ন অনুসারে রাতেই অপ্রাপ্ত বয়স্ক ওই কন্যাকে ভারতীয় নাগরিক ওই যুবকের কাছে বিয়ে দিচ্ছিলেন তারা। বিষয়টি স্থানীয় মাধ্যমে জানতে পেরে ঘটনাস্থলে ছুটে যান তিনি। এ সময় কাগজপত্র পর্যালোচনায় মেয়ের বয়স কম হওয়ায় বিয়ে বন্ধ করে দেন তিনি। পাশাপাশি অপ্রাপ্ত বয়সে বাল্যবিবাহের আয়োজনের দায়ে মেয়ের বাবার কাছ থেকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে না দিতে মৌখিকভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে বরকে (ভারতীয় নাগরিক) দেশ ত্যাগ করতে বলা হয়েছে বলে জানান তিনি।

মোবাইল কোর্ট অভিযানে সহযোগিতা করেন সীতাকুণ্ড মডেল থানা পুলিশ।

খালেদ / পোস্টকার্ড ;

আপনার সামাজিক প্ল্যাটফর্ম এই পোস্ট শেয়ার করুন
লেখক তথ্য সম্পর্কে

জনপ্রিয় পোস্ট

তেলের ডিপোতে পড়ে সীতাকুণ্ডে একজনের মৃত্যু, দগ্ধ ৩

সীতাকুণ্ডে বিয়ে করতে আসা ভারতীয় নাগরিকের বাল্যবিবাহ পণ্ড, দ্রুত দেশ ত্যাগের নির্দেশ

আপডেটের সময় : ০৫:৫০:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

সীতাকুণ্ডে ১৪ বছরের এক কিশোরীকে ভারতীয় নাগরিক বিয়ে করতে এলে ভ্রাম্যমাণ আদালত বিয়ের আয়োজনকারীকে ৪০ হাজার টাকা জরিমানা করেন এবং ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে বরকে (ভারতীয় নাগরিক) দেশ ত্যাগ করতে বলা হয়েছে ।

মঙ্গলবার (২২ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে সীতাকুণ্ড উপজেলার দক্ষিণ বাঁশবাড়িয়া এলাকার (বাদামতল) পশ্চিম পাশে অরুণ বাবুর খোলা নামক বাড়িতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।

স্থানীয় সূত্রে জানা যায় , বর সেজে বিয়ের পিঁড়িতে বসেছেন সুশান্ত নাথ নামের এক যুবক। আর তিনি একজন ভারতীয় নাগরিক। ওই ভারতীয় যুবক গত ১৬ এপ্রিল বেড়াতে এসেছিলেন বাংলাদেশে। তিনি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার দক্ষিণ বাঁশবাড়িয়া এলাকায় দীপালি বালা নাথ নামের তার ফুফুর বাড়িতে এসে ওঠেন । এরই মধ্যে ওই ভারতীয় যুবকের সঙ্গে বিয়ে ঠিক করা হয় নবম শ্রেণির এক ছাত্রীর। শুরু হয় বিয়ের আনুষ্ঠানিকতাও। এমন বাল্যবিবাহের খবরে ঘটনাস্থলে উপস্থিত হন ম্যাজিস্ট্রেট।

বিয়ের পিঁড়িতে বসা ওই তরুণীর নাম শান্তা নাথ (১৪)। তার পরিবার দক্ষিণ বাঁশবাড়িয়া এলাকায় । অন্যদিকে ভারতীয় নাগরিক ওই যুবকের নাম সুশান্ত নাথ (২৭)। তিনি ভারতের কলকাতার বাসিন্দা। তার পাসপোর্ট অনুযায়ী তিনি এক মাসের জন্য বাংলাদেশে ভ্রমণে এসেছিলেন।

ভ্রাম্যমাণ অভিযান সূত্রে জানা গেছে, এ সময় নবম শ্রেণির শিক্ষার্থী শান্তা নাথ নামের এক তরুণীকে ভারতীয় এক যুবকের সঙ্গে বিয়ে দেওয়ার সময় হাতেনাতে ধরা হয়। ওই ভারতীয় যুবক এক মাসের জন্য বাংলাদেশে বেড়াতে এসেছিলেন তার আত্মীয়ের বাড়িতে। তার পাসপোর্ট ও ভিসা দেখে তাকে ভারতীয় নাগরিক হিসেবে শনাক্ত করা হয়।

এ বিয়ের আয়োজন ও তত্ত্বাবধানের অপরাধে অভিযুক্ত দীপালি বালা নাথকে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭-এর সংশ্লিষ্ট ধারায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন বলেন, কলকাতার নদীয়া শান্তিনগর এলাকা থেকে বাংলাদেশে আসা ভারতীয় বংশদূত যুবক সুশান্ত নাথের সাথে সীতাকুণ্ডের মধ্য বাঁশবাড়িয়ার অরুন বাবুর খোলার বাসিন্দা লক্ষণ নাথের কন্যা শান্তা নাথের (১৪ বছর ১১ মাস) বিয়ের আয়োজন চলছিল। লগ্ন অনুসারে রাতেই অপ্রাপ্ত বয়স্ক ওই কন্যাকে ভারতীয় নাগরিক ওই যুবকের কাছে বিয়ে দিচ্ছিলেন তারা। বিষয়টি স্থানীয় মাধ্যমে জানতে পেরে ঘটনাস্থলে ছুটে যান তিনি। এ সময় কাগজপত্র পর্যালোচনায় মেয়ের বয়স কম হওয়ায় বিয়ে বন্ধ করে দেন তিনি। পাশাপাশি অপ্রাপ্ত বয়সে বাল্যবিবাহের আয়োজনের দায়ে মেয়ের বাবার কাছ থেকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে না দিতে মৌখিকভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে বরকে (ভারতীয় নাগরিক) দেশ ত্যাগ করতে বলা হয়েছে বলে জানান তিনি।

মোবাইল কোর্ট অভিযানে সহযোগিতা করেন সীতাকুণ্ড মডেল থানা পুলিশ।

খালেদ / পোস্টকার্ড ;

আপনার সামাজিক প্ল্যাটফর্ম এই পোস্ট শেয়ার করুন