Dhaka ১২:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি প্রধান উপদেষ্টার

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি প্রধান উপদেষ্টার

বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে সেরা—এমনটাই আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

তিনি বলেন, এ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও সর্বজনগ্রহণযোগ্য। এটি দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।

শনিবার (১৯ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় “এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস” (এএনএফআরইএল)-এর একটি প্রতিনিধি দল ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।

সাক্ষাৎকারী প্রতিনিধিদলে ছিলেন সংস্থাটির নির্বাহী পরিচালক ব্রিজা রোসালেস, বাংলাদেশ নির্বাচন ও গণতন্ত্র কর্মসূচির পরামর্শক মে বুটয়, সিনিয়র প্রোগ্রাম অফিসার থারিন্ডু আবেরত্না, প্রোগ্রাম অফিসার আয়ান রহমান খান এবং প্রোগ্রাম অ্যাসোসিয়েট আফসানা আমেই।

প্রধান উপদেষ্টা জানান, চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে সরকার কাজ করছে। এই নির্বাচন দেশের রাজনৈতিক অঙ্গনে এক নতুন দিগন্ত উন্মোচন করবে।

এএনএফআরইএল প্রতিনিধিরা জানান, প্রধান উপদেষ্টার সঙ্গে তাঁদের এ সংলাপ গণতন্ত্র ও সুশাসন নিশ্চিতে তাঁদের কার্যক্রমকে আরও শক্তিশালী করবে। পাশাপাশি, তারা বাংলাদেশের স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

খালেদ / পোস্টকার্ড ;

আপনার সামাজিক প্ল্যাটফর্ম এই পোস্ট শেয়ার করুন
লেখক তথ্য সম্পর্কে

জনপ্রিয় পোস্ট

আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ইশরাককে শপথ পড়ানো যাবে না: রিটকারীর আইনজীবী

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি প্রধান উপদেষ্টার

আপডেটের সময় : ১১:০৯:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে সেরা—এমনটাই আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

তিনি বলেন, এ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও সর্বজনগ্রহণযোগ্য। এটি দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।

শনিবার (১৯ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় “এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস” (এএনএফআরইএল)-এর একটি প্রতিনিধি দল ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।

সাক্ষাৎকারী প্রতিনিধিদলে ছিলেন সংস্থাটির নির্বাহী পরিচালক ব্রিজা রোসালেস, বাংলাদেশ নির্বাচন ও গণতন্ত্র কর্মসূচির পরামর্শক মে বুটয়, সিনিয়র প্রোগ্রাম অফিসার থারিন্ডু আবেরত্না, প্রোগ্রাম অফিসার আয়ান রহমান খান এবং প্রোগ্রাম অ্যাসোসিয়েট আফসানা আমেই।

প্রধান উপদেষ্টা জানান, চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে সরকার কাজ করছে। এই নির্বাচন দেশের রাজনৈতিক অঙ্গনে এক নতুন দিগন্ত উন্মোচন করবে।

এএনএফআরইএল প্রতিনিধিরা জানান, প্রধান উপদেষ্টার সঙ্গে তাঁদের এ সংলাপ গণতন্ত্র ও সুশাসন নিশ্চিতে তাঁদের কার্যক্রমকে আরও শক্তিশালী করবে। পাশাপাশি, তারা বাংলাদেশের স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

খালেদ / পোস্টকার্ড ;

আপনার সামাজিক প্ল্যাটফর্ম এই পোস্ট শেয়ার করুন