বর্ষবরণে আনন্দ শোভাযাত্রাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রামের সীতাকুণ্ডে বাংলা নববর্ষ ১৪৩২ পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে।
সোমবার(১৪ এপ্রিল) সকাল ৯ টার দিকে উপজেলার পৌর চত্বর থেকে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক পদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়াও নাচ গান, ফিতা কাটা, কাবাড়ি সহ নানা আয়োজনে উৎসবমুখরে বর্ষবরণ উদযাপিত হয়েছে ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম , উপজেলা সহকারি কমিশনার ভূমি আব্দুল আল মামুন , কৃষি কর্মকর্তা মো: হাবিব উল্লাহ, নির্বাহী প্রকৌশলী আলমগির বাদশা সহ,বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ, রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সর্বস্তরের শ্রেণি পেশার মানুষ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঐতিহ্যবাহী গ্রামীণ খাবার ও মেলার আয়োজন করা হয়।
এই সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম বলেন , বাংলা নববর্ষ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী বিভিন্ন গ্রামীণ খাবার, মেলাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । আয়োজন সুন্দরভাবে সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
খালেদ / পোস্টকার্ড ;