সীতাকুণ্ডের মুরাদপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গুপ্তাখালী বেড়িবাঁধ এলাকায় মুসলিম উদ্দিন (৪০) নামের এক যুবলীগ নেতাকে দুর্বৃত্তরা কুপিয়ে খুন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার ( ১০ এপ্রিল ) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে এ ঘটনাটি ঘটে। তিনি ওই এলাকার বাসিন্দা এবং আওয়ামী লীগের সভাপতি আবু তাহের বলির ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোহাম্মদ মুসলিম উদ্দিন এদিন বিকেলে নিজ গ্রামে অবস্থান করছিল। এ সময় দুর্বৃত্তরা তার উপর অতর্কিতভাবে হামলা চালায় এবং এলোপাথাড়ি কুপিয়ে তাকে মারাত্মকভাবে জখম করে।
ঘটনার পর গ্রামের লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) নিয়ে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তিনি মারা যান।
ঘটনাটির সত্যতা নিশ্চিত করে সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মোঃ আলমগীর হোসেন সাংবাদিকদের বলেন, মুরাদপুর ইউনিয়নের গুপ্তাখালী গ্রামে দুর্বৃত্তদের হামলায় এক যুবকের হত্যার ঘটনা ঘটেছে। তার নাম মোহাম্মদ মুসলিম উদ্দিন। এ ঘটনার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য যে, এ ঘটনার ১৭ দিন আগে ২৬ মার্চ সন্ধ্যায় দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছিল উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মো. নাছিরকে।
খালেদ /পোস্টকার্ড ;