আইনশৃঙ্খলা ভঙ্গকারীদের রুখতে ঢাকা – চট্টগ্রাম – কক্সবাজার মহাসড়কের বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে বিআরটিএ।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট ও কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের মইজ্জারটেকে একযোগে অভিযান চালিয়ে হাতেনাতে ধরা পড়ে অসংখ্য গাড়ি। এতে জরিমানা, মামলা করেছে এবং ডাম্পিংয়ে পাঠানো হয় এক অ্যাম্বুলেন্সকে ।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাটে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া-র নেতৃত্বে বিকেলে অভিযান শুরু হয়। অভিযানে নিয়মবহির্ভূতভাবে চলা বিভিন্ন যানবাহনকে ২১টি মামলায় ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়।এসময় দীর্ঘদিন ধরে কাগজপত্রবিহীন একটি অ্যাম্বুলেন্সও ধরা পড়ে! বিধি বহির্ভূতভাবে চলায় সেটিকে ডাম্পিং পাঠানো হয়!
অন্যদিকে, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের মইজ্জারটেকে অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট মিকি মারমা। সেখানে অবৈধ ও অনিয়মতান্ত্রিকভাবে চলা ১৫টি গাড়ির বিরুদ্ধে মামলা দেওয়া হয়, জরিমানা আদায় হয় ২৯ হাজার টাকা।
এদিকে শুধু ধরপাকড় নয়, আহতদের দেখভালেও বিআরটিএ! চট্টগ্রাম বিভাগের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলমের নেতৃত্বে একদল কর্মকর্তা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যান। সম্প্রতি দুর্ঘটনায় আহতদের পরিবারের সঙ্গে কথা বলেন, চিকিৎসার আপডেট নেন ।
এ সময় বিআরটিএ-র কর্মকর্তারা জানান, “এটাই শুরু! সড়কে বিশৃঙ্খলা ঠেকাতে অভিযান চলবে আরও কঠোরভাবে! কেউ আইনের ঊর্ধ্বে নয়!” সড়কে নিয়ম ভাঙলে এবার আর রক্ষা নেই! বিআরটিএ আছে কঠোর, আইনভঙ্গকারীদের জন্য এ এক ভয়ংকর সতর্কবার্তা ।
খালেদ / পোস্টকার্ড ;