দীর্ঘ ১৭টি বছর আপনাদের কাছে পাইনি, আমার অনেক ইচ্ছে থাকার পরও আপনাদের কাছে আসা, চোখাচোখি হওয়া আমার পক্ষে এতোটা সহজ ছিল না। আজ বহুদিন পর এই এলাকার মুরুব্বি, তরুণদের সাথে আমার দেখা হল, কথা হলো, তাদের মুখোমুখি হলাম, চোখাচোখি হলাম, এতেই আমার প্রাণটা আবেগে ভরে গেছে। সত্যিই আমি আজ আবেগে আপ্লুত।
এজন্য আমি মহান রাব্বুল আলামিন সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করছি। তিনিই আজকে আমাকে আপনাদের সামনে দাঁড়িয়ে দুটি কথা বলার সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ।
সোমবার (৩১ মার্চ) সকাল আটটায় সীতাকুণ্ড সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত ঈদের জামাতে উপস্থিত হয়ে এসব কথা বলেন বিএনপির সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও দলটির চেয়ারপারসনের উপদেষ্টা লায়ন অধ্যাপক আসলাম চৌধুরী।
এসময় তিনি সীতাকুণ্ডের সর্বস্তরের মানুষকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বলেন, ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ সুখ শান্তি সমৃদ্ধি। সবার ঈদ কাটুক আনন্দে, উল্লাসে। পরিবার পরিজনের সঙ্গে আপনারা ভালোভাবে যেন ঈদ কাটাতে পারেন সেটিই প্রত্যাশা করি আমি।
তিনি আরো বলেন আমি মানুষ তথা সীতাকুণ্ডের উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাব। সামনের দিনগুলোতে সীতাকুণ্ডের মানুষের কল্যাণেই কাজ করে যাব আমরা। ব্যক্তিগত কথা বলতে গেলে, আমার একটি মাত্র মেয়ে। এই বছরের মধ্যে কিংবা আগামী বছর মহান আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় যদি তাকে বিয়ে দিতে পারি আমার আর কোন ব্যক্তিগত দায় থাকবে না। আমার এই পুরো জীবনটাকে সীতাকুণ্ডের মানুষের কল্যাণে কাজে লাগাতে চাই যদি আপনারা সামনের দিনগুলোতে আমাকে সেই সুযোগ সৃষ্টি করে দেন।
তিনি বলেন, বর্তমানে অনেকেই মনে করেন বিএনপি বা জামায়াত ক্ষমতায় আছে। আসলে আমরা কেউই ক্ষমতায় নেই। একটি অন্তবর্তী কালীন সরকার দেশ চালাচ্ছে। শুধু পার্থক্য এটুকু স্বৈরাচার চেপে বসেছিল পাথরটি আমাদের বুক থেকে সরে গেছে, আমরা নি:শ্বাস নিতে পারছি। সেই পাথরের চাপায় আমরা কথা বলতে পারতাম না, সংগঠন করতে পারতাম না, রাজনীতি করতে পারতাম না, মানুষের কাছে যেতে পারতাম না। অধিকারের কথা বললেই আমাদের জেলে দিতো।
এ সময় তিনি প্রশাসনের উদ্দেশ্যে বলেন, আমরা আপনাদেরকে প্রতিটি ক্ষেত্রে সহযোগিতা করব প্রতিটি ক্ষেত্রে আপনারা আমাদের সহযোগিতা পাবেন। আমাদের ছেলেপেলেরা কোন অন্যায় করলে আমাদেরকে বলবেন আমরা যথাযথ ব্যবস্থা নিব। কিন্তু নিরাপরাধ ব্যক্তিকে যেন ফাঁসানো না হয়।
এসময় তিনি সীতাকুণ্ডে নিহত কৃষকদল নেতা নাসির উদ্দিন হত্যা মামলায় নিরপরাধ কোন ব্যক্তিকে যেন আসামি করা না হয়। সঠিক তদন্ত করে এই হত্যার মূল রহস্য উন্মোচনের আহ্বান জানান তিনি।
তিনি আরো বলেন, সীতাকুণ্ড থানার ওসি মজিবুর রহমানের কক্ষে পরিকল্পিতভাবে নাছির উদ্দীন হত্যা মামলায় বিএনপি’র কিছু ত্যাগী কর্মীকেও আসামি করে গ্রেফতার করা হয়েছে। এই ছেলেরা আমার সাথে বিগত দিনে দীর্ঘ সময় জেলে ছিল, তারা অনেক নির্যাতিত। যদি অন্যের দ্বারা প্ররোচিত হয়ে এ মামলা করে থাকেন তাহলে এর দায় আপনাকে নিতে হবে। এছাড়া আমাদের দলের কেউ যদি জড়িত থাকে সুষ্ঠু, সঠিক, গ্রহণযোগ্য তদন্তের মাধ্যমে তাদেরকে আইনের আওতায় আনুন।
তিনি বলেন, আমাদের পৌরসভা এলাকাতেও অনেক সমস্যা রয়েছে। সন্ত্রাসকে আমরা সামাজিকভাবে বয়কট করব। তাছাড়া সামনের দিনগুলোতে আপনাদের সবাইকে সাথে নিয়ে সীতাকুণ্ডকে একটি কল্যাণ সীতাকুণ্ডে রুপ দিতে চাই বলে জানান লায়ন অধ্যাপক আসলাম চৌধুরী ।
খালেদ / পোস্টকার্ড ;