Dhaka ০৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সীতাকুণ্ড যুবদল নেতা হত্যা মামলার আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের বিভিন্ন স্থানে লুকিয়ে থাকা সীতাকুণ্ড যুবদল নেতা মাসুদ হত্যা মামলার পলাতক আসামি লুৎফর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি হত্যার পরপরই আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার এড়াতে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলেন। তবে শেষ রক্ষা হয়নি, ধরা পড়তে হয়েছে র‌্যাবের হাতে।

সোমবার (১০ মার্চ) দিবাগত রাত ১টা ৪০ মিনিটের দিকে চট্টগ্রামের খুলশীর আমবাগান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার লুৎফর রহমান সীতাকুণ্ড উপজেলার ছিন্নমূল এলাকার মৃত মাওলানা আবুল বশরের ছেলে।

র‌্যাব জানায়, নিহত মো. মাসুদ চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৫ নম্বর ছিন্নমুল এলাকার বাসিন্দা। পেশায় একজন ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে ইট, বালু, কংক্রিটের ব্যবসা করে আসছিলেন। ব্যবসা না করার জন্য মাসুদকে অজ্ঞাতনামা ১০/১২ জন এবং জনৈক কামরুল হাসান ওরফে রিদোয়ান হুমকি দিয়ে আসছিল। সর্বশেষ চলতি বছরের গত ৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় কামরুল হাসান প্রকাশ রিদোয়ান এবং তার অন্যান্য সহযোগিরা অস্ত্র নিয়ে ভিকটিমের ঘরে প্রবেশ করে। পরে তাকে জোরপূর্বক জঙ্গল ছলিমপুর ছিন্নমূল স্কুল মাঠে নিয়ে যায়। পরে সেখানে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে রক্তাক্ত জখম করে এবং পা থেতলে দেয়।
গুরুতর আহত অবস্থায় মাসুদ মাটিতে লুটিয়ে পড়লে মারা গেছে ভেবে ঘটনাস্থল থেকে পলিয়ে যায় আসামিরা। পরে ভিকটমের পরিবার এবং স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৭ ফেব্রুয়ারি মারা যায় মাসুদ।

এ ঘটনায় নিহত মাসুদের স্ত্রী বাদী হয়ে সীতাকুণ্ড থানায় ৭ জনকে এজাহারনামীয় এবং অজ্ঞাতানাম ৫-৭ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম মোজাফ্ফর হোসেন জানিয়েছেন, মামলার দায়েরের পর থেকে আসামিদের ধরতে নজরদারি অব্যাহত রাখে র‌্যাব। পরে এজাহারনামীয় এক আসামির অবস্থান জানতে পেরে নগরের খুলশীর আমবাগান এলাকায় অভিযান চালিয়ে আসামি মো. লুৎফর রহমানকে গ্রেপ্তার করা হয়।

খালেদ / পোস্টকার্ড ;

আপনার সামাজিক প্ল্যাটফর্ম এই পোস্ট শেয়ার করুন
ট্যাগ:
লেখক তথ্য সম্পর্কে

চট্টগ্রামের মহাসড়কে বিআরটিএর অভিযান, মামলা ও জরিমানা

সীতাকুণ্ড যুবদল নেতা হত্যা মামলার আসামি গ্রেপ্তার

আপডেটের সময় : ০৫:৩৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫

চট্টগ্রামের বিভিন্ন স্থানে লুকিয়ে থাকা সীতাকুণ্ড যুবদল নেতা মাসুদ হত্যা মামলার পলাতক আসামি লুৎফর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি হত্যার পরপরই আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার এড়াতে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলেন। তবে শেষ রক্ষা হয়নি, ধরা পড়তে হয়েছে র‌্যাবের হাতে।

সোমবার (১০ মার্চ) দিবাগত রাত ১টা ৪০ মিনিটের দিকে চট্টগ্রামের খুলশীর আমবাগান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার লুৎফর রহমান সীতাকুণ্ড উপজেলার ছিন্নমূল এলাকার মৃত মাওলানা আবুল বশরের ছেলে।

র‌্যাব জানায়, নিহত মো. মাসুদ চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৫ নম্বর ছিন্নমুল এলাকার বাসিন্দা। পেশায় একজন ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে ইট, বালু, কংক্রিটের ব্যবসা করে আসছিলেন। ব্যবসা না করার জন্য মাসুদকে অজ্ঞাতনামা ১০/১২ জন এবং জনৈক কামরুল হাসান ওরফে রিদোয়ান হুমকি দিয়ে আসছিল। সর্বশেষ চলতি বছরের গত ৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় কামরুল হাসান প্রকাশ রিদোয়ান এবং তার অন্যান্য সহযোগিরা অস্ত্র নিয়ে ভিকটিমের ঘরে প্রবেশ করে। পরে তাকে জোরপূর্বক জঙ্গল ছলিমপুর ছিন্নমূল স্কুল মাঠে নিয়ে যায়। পরে সেখানে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে রক্তাক্ত জখম করে এবং পা থেতলে দেয়।
গুরুতর আহত অবস্থায় মাসুদ মাটিতে লুটিয়ে পড়লে মারা গেছে ভেবে ঘটনাস্থল থেকে পলিয়ে যায় আসামিরা। পরে ভিকটমের পরিবার এবং স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৭ ফেব্রুয়ারি মারা যায় মাসুদ।

এ ঘটনায় নিহত মাসুদের স্ত্রী বাদী হয়ে সীতাকুণ্ড থানায় ৭ জনকে এজাহারনামীয় এবং অজ্ঞাতানাম ৫-৭ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম মোজাফ্ফর হোসেন জানিয়েছেন, মামলার দায়েরের পর থেকে আসামিদের ধরতে নজরদারি অব্যাহত রাখে র‌্যাব। পরে এজাহারনামীয় এক আসামির অবস্থান জানতে পেরে নগরের খুলশীর আমবাগান এলাকায় অভিযান চালিয়ে আসামি মো. লুৎফর রহমানকে গ্রেপ্তার করা হয়।

খালেদ / পোস্টকার্ড ;

আপনার সামাজিক প্ল্যাটফর্ম এই পোস্ট শেয়ার করুন