মির্জাগঞ্জ( পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী আর কে মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং (এডহক) কমিটির সভাপস্কুলতি হয়েছেন মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ব্যবসায়ী গোলাম ফারুক মুন্সি।
যোগ্য প্রার্থী হওয়ায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশাল তাকে আগামী এক বছরের জন্য বিদ্যালয় ম্যানেজিং কমিটি (এডহক) সভাপতি পদে নির্বাচিত করেন।
ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হলেন শিক্ষক প্রতিনিধি মোঃ আবু ছালেহ, অভিভাবক প্রতিনিধি মোঃ ছগির হোসেন এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশালের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মোঃ রফিকুল ইসলাম খান স্বাক্ষরিত দাপ্তরিক আদেশে বিষয়টি অবহিত করা হয়।
মির্জাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান জুয়েল বলেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি পদে গোলাম ফারুক মুন্সির মতো শিক্ষিত, বিচক্ষণ ও প্রজ্ঞাবান ব্যক্তি নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা, সার্বিক অবকাঠামো দ্রুত গতিতে এগিয়ে যাবে।
সভাপতি নির্বাচিত হয়ে গোলাম ফারুক মুন্সি জানান,উপজেলার প্রাণকেন্দ্র সুবিদখালীর আর কে বালিকা মাধ্যমিক বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এই বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নে নিজেকে নিয়োজিত করা আমার মূল লক্ষ্য। আমাকে যারা দায়িত্ব দিয়েছেন আমি সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
খালেদ / পোস্টকার্ড ;