Dhaka ১২:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

জসিম গ্রেফতার, আনা হচ্ছে চট্টগ্রামে

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা জহুরুল আলম জসিমকে ঢাকার বনশ্রী থেকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (জনসংযোগ) মাহমুদা বেগম বলেন, বুধবার (৫ মার্চ) দিবাগত রাতে সাবেক কাউন্সিলর জসিমকে আটক করা হয়। তাকে চট্টগ্রামে আনা হচ্ছে। এরপর তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

যদিও তার বিরুদ্ধে কয়টি মামলা রয়েছে তা জানাতে পারেননি এই কর্মকর্তা।

গ্রেপ্তারকৃত জহুরুল আলম চসিকের ৯ নম্বর ওয়ার্ডের (উত্তর পাহাড়তলী) সাবেক কাউন্সিলর এবং উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক। তিনি চসিকের সবচেয়ে বিতর্কিত কাউন্সিলর ছিলেন।

বর্তমান পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসানের গাড়িতে ঢিল ছুঁড়ে ও হামলা করে তিনি আলোচনায় আসেন। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় তিনি প্রধান আসামি। পরে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে তিনি বরখাস্ত হন।

জহুরুল আলম জসিম নগরে ‘ভূমিদস্যু’ এবং ‘পাহাড়খেকো’ হিসেবে বেশি পরিচিত। তিনি সরকারি পাহাড়, ছড়া, খাস জায়গা, রেলওয়ের জায়গা দখল থেকে শুরু করে পাহাড় কেটে গড়ে তুলেছিলেন নিজস্ব রাজ্য। নিজস্ব বাহিনী দিয়ে পাহাড় কেটে বানিয়েছেন আবাসিক প্লট, করেছেন বিভিন্ন স্থানে চাঁদাবাজির নিয়ন্ত্রণ। নানাজনকে প্রকাশ্যে হুমকি দিয়েও বিতর্কিত হন জসিম। তার ও তার স্ত্রীর বিরুদ্ধে পাহাড় কাটার অপরাধে পরিবেশ আইনে বেশ কিছু মামলা বিচারাধীন।

তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর হামলা, গুলি ও অর্থ দিয়ে সহায়তার অভিযোগে একাধিক মামলা হয়েছে।

এর আগে গত ১৭ ফেব্রুয়ারি কাউন্সিলর জসিমকে গ্রেপ্তারে রাতভর আকবর শাহ এলাকার একটি ভবনে তল্লাশি চালায় পুলিশ। তবে সেদিন সেখানে তাকে তখন পাওয়া যায়নি। পরবর্তীতে মধ্যরাত ১২টার দিকে একে খান এলাকার একটি বাসা থেকে আকবরশাহ থানা পুলিশের একটি দল জসিমের ক্যান্সার আক্রান্ত স্ত্রী তাসলিমা বেগমকে গ্রেপ্তার করে। পরে তাকে ডবলমুরিং থানা পুলিশে সোপর্দ করা হয়। পরদিন বৈষম্যবিরোধী আন্দোলনের একটি ঘটনায় দায়ের হওয়ার মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

অন্যদিকে গুঞ্জন উঠেছে, স্ত্রীর জামিন করাতেই নিজ থেকে পুলিশের কাছে ধরা দিয়েছেন জহুরুল আলম জসিম।

খালেদ / পোস্টকার্ড ;

আপনার সামাজিক প্ল্যাটফর্ম এই পোস্ট শেয়ার করুন
ট্যাগ:
লেখক তথ্য সম্পর্কে

জনপ্রিয় পোস্ট

কোরবানির ঈদকে সামনে রেখে কামারদের কাটছে নির্ঘুম রাত

জসিম গ্রেফতার, আনা হচ্ছে চট্টগ্রামে

আপডেটের সময় : ১০:৪৫:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা জহুরুল আলম জসিমকে ঢাকার বনশ্রী থেকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (জনসংযোগ) মাহমুদা বেগম বলেন, বুধবার (৫ মার্চ) দিবাগত রাতে সাবেক কাউন্সিলর জসিমকে আটক করা হয়। তাকে চট্টগ্রামে আনা হচ্ছে। এরপর তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

যদিও তার বিরুদ্ধে কয়টি মামলা রয়েছে তা জানাতে পারেননি এই কর্মকর্তা।

গ্রেপ্তারকৃত জহুরুল আলম চসিকের ৯ নম্বর ওয়ার্ডের (উত্তর পাহাড়তলী) সাবেক কাউন্সিলর এবং উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক। তিনি চসিকের সবচেয়ে বিতর্কিত কাউন্সিলর ছিলেন।

বর্তমান পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসানের গাড়িতে ঢিল ছুঁড়ে ও হামলা করে তিনি আলোচনায় আসেন। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় তিনি প্রধান আসামি। পরে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে তিনি বরখাস্ত হন।

জহুরুল আলম জসিম নগরে ‘ভূমিদস্যু’ এবং ‘পাহাড়খেকো’ হিসেবে বেশি পরিচিত। তিনি সরকারি পাহাড়, ছড়া, খাস জায়গা, রেলওয়ের জায়গা দখল থেকে শুরু করে পাহাড় কেটে গড়ে তুলেছিলেন নিজস্ব রাজ্য। নিজস্ব বাহিনী দিয়ে পাহাড় কেটে বানিয়েছেন আবাসিক প্লট, করেছেন বিভিন্ন স্থানে চাঁদাবাজির নিয়ন্ত্রণ। নানাজনকে প্রকাশ্যে হুমকি দিয়েও বিতর্কিত হন জসিম। তার ও তার স্ত্রীর বিরুদ্ধে পাহাড় কাটার অপরাধে পরিবেশ আইনে বেশ কিছু মামলা বিচারাধীন।

তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর হামলা, গুলি ও অর্থ দিয়ে সহায়তার অভিযোগে একাধিক মামলা হয়েছে।

এর আগে গত ১৭ ফেব্রুয়ারি কাউন্সিলর জসিমকে গ্রেপ্তারে রাতভর আকবর শাহ এলাকার একটি ভবনে তল্লাশি চালায় পুলিশ। তবে সেদিন সেখানে তাকে তখন পাওয়া যায়নি। পরবর্তীতে মধ্যরাত ১২টার দিকে একে খান এলাকার একটি বাসা থেকে আকবরশাহ থানা পুলিশের একটি দল জসিমের ক্যান্সার আক্রান্ত স্ত্রী তাসলিমা বেগমকে গ্রেপ্তার করে। পরে তাকে ডবলমুরিং থানা পুলিশে সোপর্দ করা হয়। পরদিন বৈষম্যবিরোধী আন্দোলনের একটি ঘটনায় দায়ের হওয়ার মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

অন্যদিকে গুঞ্জন উঠেছে, স্ত্রীর জামিন করাতেই নিজ থেকে পুলিশের কাছে ধরা দিয়েছেন জহুরুল আলম জসিম।

খালেদ / পোস্টকার্ড ;

আপনার সামাজিক প্ল্যাটফর্ম এই পোস্ট শেয়ার করুন