মাদক, ধর্ষণ, চাঁদাবাজী ও নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র সমাজের আয়োজিত বিক্ষোভ ও সমাবেশে অংশ নিয়ে বিভিন্ন স্কুল, মাদ্রাসা, কলেজে ও নারী উদ্যোক্তাদের বিভিন্ন প্লাটফরম একাত্মতা ঘোষণা করে। শনিবার (১ মার্চ) সকালে এ কর্মসূচি পালন করা হয়।
সমাবেশ উপস্থিত ব্যক্তিবর্গ ধর্ষণ প্রতিরোধে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি নারীর নিরাপত্তার নিশ্চয়তা এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি দাবি করে এবং এসব ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানান তারা।
মানববন্ধন শেষে সীতাকুণ্ড উপজেলা থেকে রেলি বের হয়ে সীতাকুণ্ড পৌরসভা মোড় হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে । এ সময় উপস্থিত ছিলেন, জোবায়দিয়া মহিলা মাদরাসার অধ্যক্ষ মাওলানা নুরুল কবির, নাফিজ হাসান, আসাদুজ্জামান আসাদ, আব্দুল্লাহ আল ইমরান, মোঃ নয়ন, মোঃ ইমরান, ইয়াছিন তানিম, শাহিদা জান্নাত, নাজিবুর রহমান, জান্নাতুন তাইফা প্রমুখ।
সমাবেশ শেষে তারা ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের জন্য নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক বার্তা সম্বলিত লিফলেট বিতরণ করেন।
খালেদ /পোস্টকার্ড