Dhaka ০২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

পঞ্চম বিয়ে করায় মধ্যরাতে স্ত্রীর দায়ের কোপে প্রাণ হারাল আলাউদ্দিন

পঞ্চম বিয়ে করায় মধ্যরাতে চট্টগ্রামের হালিশহর থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকায় গৃহ বিবাদের জেরে স্বামীর প্রাণ নিয়েছেন এক স্ত্রী। শনিবার (২২ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে নগরের বসুন্ধরা আবাসিকের ৬নং লেন জোড়া খাম্বাসংলগ্ন মরজিনার মার কলোনির একটি ভবনে এ ঘটনা ঘটে।

নিহত আলাউদ্দিন নোয়াখালীর সোনাইমুড়ী থানার মতি অলম বাজার এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার মঈন উদ্দিনের ছেলে। তবে বর্তমানে হালিশহরের বসুন্ধরা আবাসিকে থাকতেন।

নিহতের চতুর্থ স্ত্রী নুর জাহানকে আটক করেছে পুলিশ। আটক নুর জাহান নোয়াখালী জেলার মাইজদী পূর্ব মাইজচর এলাকার মৃত নুরুল ইসলামের মেয়ে।

পুলিশ জানায়, সম্প্রতি আলাউদ্দিন তার চতুর্থ স্ত্রী নুর জাহানকে না জানিয়ে পঞ্চম বিয়ে করেন। বিষয়টি জানাজানি হলে তাদের মধ্যে দাম্পত্য কলহ দেখা দেয়। যা শনিবার রাতে চরমে পৌঁছায়। পরে গভীর রাতে তার ক্ষুব্ধ স্ত্রী নুর জাহান ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আলাউদ্দিনকে হত্যা করেন।
স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে হালিশহর থানা পুলিশ দ্রুত গিয়ে নুর জাহানকে হেফাজতে নেয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো দা উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সিএমপির জনসংযোগ শাখার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মাহমুদা বেগম বলেন, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। নুর জাহানকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং একটি হত্যা মামলা করা হয়েছে।

খালেদ / পোস্টকার্ড ;

আপনার সামাজিক প্ল্যাটফর্ম এই পোস্ট শেয়ার করুন
ট্যাগ:
লেখক তথ্য সম্পর্কে

জনপ্রিয় পোস্ট

তেলের ডিপোতে পড়ে সীতাকুণ্ডে একজনের মৃত্যু, দগ্ধ ৩

পঞ্চম বিয়ে করায় মধ্যরাতে স্ত্রীর দায়ের কোপে প্রাণ হারাল আলাউদ্দিন

আপডেটের সময় : ০৯:২৭:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫

পঞ্চম বিয়ে করায় মধ্যরাতে চট্টগ্রামের হালিশহর থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকায় গৃহ বিবাদের জেরে স্বামীর প্রাণ নিয়েছেন এক স্ত্রী। শনিবার (২২ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে নগরের বসুন্ধরা আবাসিকের ৬নং লেন জোড়া খাম্বাসংলগ্ন মরজিনার মার কলোনির একটি ভবনে এ ঘটনা ঘটে।

নিহত আলাউদ্দিন নোয়াখালীর সোনাইমুড়ী থানার মতি অলম বাজার এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার মঈন উদ্দিনের ছেলে। তবে বর্তমানে হালিশহরের বসুন্ধরা আবাসিকে থাকতেন।

নিহতের চতুর্থ স্ত্রী নুর জাহানকে আটক করেছে পুলিশ। আটক নুর জাহান নোয়াখালী জেলার মাইজদী পূর্ব মাইজচর এলাকার মৃত নুরুল ইসলামের মেয়ে।

পুলিশ জানায়, সম্প্রতি আলাউদ্দিন তার চতুর্থ স্ত্রী নুর জাহানকে না জানিয়ে পঞ্চম বিয়ে করেন। বিষয়টি জানাজানি হলে তাদের মধ্যে দাম্পত্য কলহ দেখা দেয়। যা শনিবার রাতে চরমে পৌঁছায়। পরে গভীর রাতে তার ক্ষুব্ধ স্ত্রী নুর জাহান ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আলাউদ্দিনকে হত্যা করেন।
স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে হালিশহর থানা পুলিশ দ্রুত গিয়ে নুর জাহানকে হেফাজতে নেয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো দা উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সিএমপির জনসংযোগ শাখার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মাহমুদা বেগম বলেন, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। নুর জাহানকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং একটি হত্যা মামলা করা হয়েছে।

খালেদ / পোস্টকার্ড ;

আপনার সামাজিক প্ল্যাটফর্ম এই পোস্ট শেয়ার করুন