উন্মুক্ত করে দেয়া হলো সীতাকুণ্ড প্রেসক্লাব । এখন থেকে কিছু নিয়ম মেনে সদস্য হতে পারবেন সীতাকুণ্ডে কর্মরত বিভিন্ন প্রিন্ট এবং অনলাইন পত্রিকার সাংবাদিকবৃন্দ । শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এইচ এস সি পাশ তবে বিশেষ ক্ষেত্রে শিথিলযোগ্য ।
আহ্বায়ক -জহিরুল ইসলাম , যুগ্ম আহ্বায়ক – জাহাঙ্গীর আলম বিএসসি এবং সদস্য সচিব – সুলাইমান মেহেদী হাসান এক ফেসবুক ঘোষণায় জানান,
আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, সীতাকুণ্ড প্রেস ক্লাবে সদস্য সংগ্রহ উম্মুক্ত করা হয়েছে। সীতাকুণ্ডের স্থায়ী বাসিন্দা প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার পেশাদার সাংবাদিকগণ সদস্যের জন্য আবেদন করতে পারবেন। ১৯ ফেব্রুয়ারি বিকাল ২টা থেকে সদস্য ফরম বিতরণ করা হবে। প্রতিদিন বিকেল দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ফরম সংগ্রহ করা যাবে।
ধন্যবাদান্তে..
আহ্বায়ক, জহিরুল ইসলাম
যুগ্ম আহ্বায়ক, জাহাঙ্গীর আলম বিএসসি
সদস্য সচিব, সুলাইমান মেহেদী হাসান
খালেদ / পোস্টকার্ড ;