সাগর থেকে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেওয়ায় চট্টগ্রামের সীতাকুণ্ডে রাম দাস নামে এক জেলেকে সাগরে ফেলে দিয়েছে বালু উত্তোলনকারীরা। এ ছাড়া লিটন দাস নামে আরও এক জেলেকে অপহরণ করে নিয়ে গেছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বাড়বকুণ্ড এলাকায় সমুদ্র উপকূলে এ ঘটনা ঘটে। সমুদ্র ফেলে দেওয়া নিখোঁজ জেলেকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস ও নৌপুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে রামদাস ও লিটন দাস দুই ভাই মিলে নৌকায় করে সাগরে মাছ ধরতে যায়। কিন্তু সমুদ্র থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করার কারণে তাদের জাল ছিঁড়ে যায়। এ বিষয়ে তারা দুই ভাই বালু উত্তোলনকারী ড্রেজারে দায়িত্বরত ব্যক্তিদের কাছে প্রতিবাদ করতে গেলে ড্রেজার থেকে ধাক্কা দিয়ে সাগর থেকে ফেলে দেওয়া হয় রাম দাসকে। আরেক ভাই লিটন দাসকে অপহরণ করে বাল্কহেডে করে নিয়ে যায় বালু উত্তোলনকারীরা। স্থানীয়দের জেলেদের দাবি, দীর্ঘদিন ধরে অবৈধভাবে সাগর থেকে বালু উত্তোলন করছে কিছু দুষ্কৃতকারী। কিন্তু এ ব্যাপারে বালু উত্তোলনকারীর বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী নীরব থাকায় বিভিন্ন দুর্ঘটনা ঘটে।
এদিকে সাগরে নিখোঁজ স্বামী রাম দাসকে খুঁজে পেতে পুলিশের দ্বারস্থ হয়েছেন তার স্ত্রী কনিকা দাস। তিনি বলেন, আমার স্বামী অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রতিবাদ করায় মেরে সমুদ্রে ফেলে দেয় এবং আমার দেবর লিটন দাসকে অপহরণ করে নিয়ে যায়।
কুমিরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওয়ালিউদ্দিন বলেন, ঘটনাটি আমরা শুনেছি। ঘটনাস্থলে নৌ-পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। হাতিয়া থানা হাট থেকে অপহরণ হওয়া লিটন দাসকে উদ্ধার হয়েছে। এ ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে। ভোলা চ্যানেল থেকে এমবি নাবিল ফারহান নামক বাল্কহেডটিকেও আটক করা হয়েছে।
সীতাকুণ্ড মডেল ওসি মজিবুর রহমান বলেন, নিখোঁজ হওয়া জেলেকে উদ্ধারের চেষ্টা চলছে। অপহরণ হওয়া জেলে লিটন দাসের সঙ্গে কথা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, এক জেলেকে মারধর করে সাগরে ফেলে দেওয়ার খবর পেয়ে তিনি কোস্টগার্ড, নৌপুলিশ এবং থানা-পুলিশকে বিষয়টি জানিয়েছেন। এ নিয়ে কোস্টগার্ড, নৌ পুলিশ এবং সীতাকুণ্ড থানা-পুলিশ কাজ করছে বলে জানান।
খালেদ / পোস্টকার্ড ;